নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বর্ধমান :: বুধবার ২৮,ফেব্রুয়ারি :: কৃষক আন্দোলনের উপর মোদী সরকারের দমন পীড়ন, গুলি চালিয়ে হত্যার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে ২৬ – ২৯ শে ফেব্রুয়ারি দেশজুড়ে বিক্ষোভ ও প্রতিবাদ দিবস পালনের ডাক দেয় বিভিন্ন কৃষক সংগঠন।
সেই কর্মসূচিকে সফল করতে মঙ্গলবার পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলী ১ নম্বর ব্লকের মেড়তলা ফলেয়া বাজারে সারা ভারত কিষান মহাসভা ও সিপিআই (এমএল) লিবারেশন এক বিক্ষোভ মিছিল সংগঠিত করে,মিছিল শেষে ফলেয়া বাজারে বিজেপি শাসিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কুশপুতুল পুড়িয়ে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে প্রবল বিক্ষোভ দেখায় সংগঠনের কর্মী সমর্থকেরা।
এদিনের বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন, এআইকেএম এর অন্যতম নেতৃত্ব জয়তু দেশমুখ। দিনের বিক্ষোভ সভায় বক্তব্য রাখতে গিয়ে জয়তু দেশমুখ বলেন,কেন্দ্রীয় সরকার একের পর এক কৃষি ও কৃষক বিরোধী আইন জারি করে দেশের কৃষকদের জীবন দূর্বিসহ করে তুলছে। এরই প্রতিবাদে সমস্ত মানুষকে ঐক্যবধ্য হয়ে আগামী নির্বাচনে বিজেপি শাসিত মোদি সরকারকে বিপুল ব্যবধানে পরাজিত করার আহ্বান জানান।