নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বাঁকুড়া :: বুধবার ২৮,ফেব্রুয়ারী :: বাঁকুড়া মোড় থেকে বর্ধমানের দিকে যাচ্ছিল একটি বাস। ওই বাসে করেই এক ব্যক্তি মিল থেকে ধান বিক্রি করে প্রায় পঞ্চাশ হাজার টাকা নিয়ে বাড়ি ফিরছিলেন। বাসটি খালের পুলের কাছে আসতেই ওই ব্যক্তি লক্ষ্য করেন তার ব্যাগে থাকা ৫০ হাজার টাকা হঠাৎ করেই গায়েব।
বাসেরই দুই মহিলা যাত্রীকে সন্দেহ হওয়ায়, তাদের সঙ্গে সঙ্গেই খালের পুল এলাকাতেই ওই ব্যক্তি বাস থেকে নেমে যান। বাস থেকে নেমেই ধরা পড়ার ভয়ে ৫০ হাজার টাকা নিয়ে গলি পথের মধ্যে দিয়ে ছুটতে শুরু করেন সন্দেহভাজন ওই দুই মহিলা।
টাকার ছিনতাই হয়ে যাওয়া বাস যাত্রী বাস থেকে নেমে আশেপাশের লোকজনকে বিষয়টি জানান। তারপর সকলে মিলে ওই দুই মহিলাকে ধরার চেষ্টা করেন। স্থানীয় একটি ব্যাংকের কাছে ওই দুই মহিলাকে ধরে ফেলেন তারা। তবে মহিলা ছিনতাইকারী বলে তাঁদের গায়ে হাত দেওয়ার কেউ সাহস করেননি।
তাই পথ চলতি আরো দুই মহিলাকে ডেকে তাদের কাছে তল্লাশি চালানো হয়। তখনই ওই দুই মহিলার থেকে ৫০,০০০ টাকা উদ্ধার হয় বলে জানা যায়। অবশেষে যার টাকা তাকেই ফিরিয়ে দেওয়া হয়। খবর দেওয়া হয় রায়না থানার পুলিশকে। পুলিশ এসে ওই দুই মহিলাকে আটক করে থানায় নিয়ে যায়।