মুখের ভাষা নেই মনের ভাষাকে সঙ্গে নিয়ে এরাম ফিজা দিচ্ছে উচ্চমাধ্যমিক পরীক্ষা

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কুশমন্ডি :: বুধবার ২৮,ফেব্রুয়ারী :: জন্ম থেকেই মুক ও বধির, তবে রয়েছে মনের অদম্য জেদ , এই জেদকে সম্বল করে এবার উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পরীক্ষা দিচ্ছে। দক্ষিণ দিনাজপুর জেলার কুশমন্ডি ব্লকের চৌষা উচ্চ বিদ্যালয়ের দ্বাদশ শ্রেণীর ছাত্রী এরাম ফিজা ।

চলছিল ইতিহাস পরীক্ষা। তার পরীক্ষা কেন্দ্র হলো মহিপাল উচ্চ বিদ্যালয়ে। সে জন্ম থেকেই বধির। কিন্তু অন্যদের সঙ্গে রীতিমতো পাল্লা দিয়ে নিজের লড়াই চালিয়ে যাচ্ছে। মুখের ভাষা নেই তবে রয়েছে মনের ভাষা।। এই মনের ভাষাকে সঙ্গে করে জীবন যুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছে।মনের কথা মুখ ফুটে বলতে পারে না সে।

জন্মগত প্রতিবন্ধকতার কারণে জীবন যুদ্ধে তাকে লড়াই করতে হচ্ছে। তার পরিবারটি খুবই সাধারণ পরিবারে তার কোন আর্থিক সচ্ছলতা নেই। খুব কষ্টে দিনযাপন , এই বলে জানালেন ছাত্রীর পিতা আনছার আলী।পিতা একজন সাধারণ কৃষক।

মেয়ের জন্মের পর তার বাবা যখন জানতে পারেন মেয়ে শ্রবণশক্তি ও বাকশক্তি হারিয়েছে তখন থেকে আবার শুরু হয় জীবনের এক নতুন সংগ্রাম। মেয়ের বাকশক্তি ও শ্রবণশক্তি ফিরিয়ে আনতে তিনি বেরিয়েছেন বিভিন্ন ডাক্তারের কাছে। কিন্তু কোন ফল হয়নি। তবে সেই জন্য মেয়েটির লড়াই থেমে থাকেনি । নিজের অদম্য জেদ কে সঙ্গে করে মনের ভাষাকে অবলম্বন করে অবশেষে সমস্ত প্রতিকূলতা পার করে আজ সে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

13 − nine =