নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বর্ধমান :: বুধবার ২৮,ফেব্রুয়ারী :: পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়নের পূর্ব বর্ধমান জেলা শাখার পক্ষ থেকে তাদের বিভিন্ন দাবি দাওয়া নিয়ে বর্ধমান স্টেশন থেকে তারা সিএমওইচ দপ্তর পর্যন্ত মিছিল করে সিএমওইচকে ডেপুটেশন দেন তারা।তারপর তারা সিএমওএইচ দপ্তরে বিক্ষোভ আন্দোলন করেন।
পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়নের পূর্ব বর্ধমান জেলার ইনচার্জ ঝর্ণা পাল জানান আগামী ১লা মার্চ থেকে লাগাতার কর্ম বিরতিতে যাবার হুশিয়ারি দেন তিনি ।
তিনি আরও বলেন এই আশাকর্মীরা যাদেরকে ফুল মালা পরানো হচ্ছে,তাদেরকে বাহবা দেওয়া হচ্ছে ,তাদেরকে তকমা দেওয়া হচ্ছে অথচ কাজের সময় বিনা পারিশ্রমীকে তাদেরকে দিয়ে কাজ করিয়ে নেওয়া হচ্ছে।খেলা, মেলা, পরিক্ষার ডিউটি থেকে শুরু করে এমনকি নেতা মন্ত্রীদের বাড়িতেও ডিউটি দেওয়া থেক শুরু করে সমস্ত কাজ কারানো হয়।