নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বর্ধমান :: বুধবার ২৮,ফেব্রুয়ারী :: বর্ধমান শহরের উৎসব ময়দানে জেলা হস্তশিল্প , তাঁত ও স্বরোজগার মেলার সূচনা হলো ।এদিন এই মেলার শুভ উদ্বোধন করেন প্রদীপ প্রজ্বোলনের মধ্যে দিয়ে রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ এই মেলার শুভ উদ্বোধন করেন এদিন।
এছাড়াও উদ্বোধনী পর্বে উপস্থিত ছিলেন বিধায়ক খোকন দাস,বর্ধমান পৌরসভার চেয়ারম্যান পরেশচন্দ্র সরকার, জেলাশাসক বিধান রায়,জেলাপরিষদের সভাধিপতি শ্যামা প্রসন্ন লোহার সহ অনান্য বিশিষ্ট জনেরা।১০মার্চ পর্যন্ত চলবে এই মেলা।
এই মেলার ৯০টি স্টলের ১৫০জন হস্তশিল্পী ও ২০জন তাঁত শিল্পী ও স্বনির্ভর গোষ্ঠীর সদস্যগন উপস্থিত থাকেন।মেলাকে সমৃদ্ধ করেছে নিপুন কাঁথাস্টিচ,ডোগরা শিল্প,শোলাশিল্প,গোহনা, কাঠ খোদাই শিল্প, অভিনব বস্ত্র শিল্প সম্ভার দিয়ে।