সন্দেশখালি ইস্যুতে শেখ শাহজাহান গ্রেফতার হতেই রীতিমতো বিস্ফোরক রাজ্যপাল সি ভি আনন্দ বোস।

আনন্দ মুখোপাধ্যায়  :: সংবাদ প্রবাহ :: কলকাতা( রাজ  ভবন) :: বৃহস্পতিবার ২৯,ফেব্রুয়ারি :: সন্দেশখালি ইস্যুতে শেখ শাহজাহান গ্রেফতার হতেই রীতিমতো বিস্ফোরক রাজ্যপাল সি ভি আনন্দ বোস। গ্রেফতারের চার ঘন্টার মধ্যেই রাজভবনে সাংবাদিক বৈঠক করে রাজ্যপাল বললেন, বাংলায় গুন্ডা গ্যাং আছে। তাদের বলছি দ্রুত আত্মসমর্পণ করুক। নইলে আইন নিজের পথে চলে আইন মোতাবেক ব্যবস্থা নেবে।

আমি সতর্ক করছি, এই গুন্ডারা সারেন্ডার করুক। দিন কয়েক আগেই রাজ্যপাল সন্দেশখালিতে গিয়েছিলেন। শেখ শাহজাহানের গ্রেফতারের পরই এলাকায় আনন্দের পরিবেশ নিয়ে রাজ্যপাল বলেন, সন্দেশখালির মহিলারা উচ্ছ্বসিত। তাঁরা রাজভবনের পিস রুমে ফোন করেছেন। একইসঙ্গে দিন কয়েক আগে সন্দেশখালিতে রাজ্যপালের যাওয়া নিয়ে শাসকদলের তরফে প্রশ্ন তোলা হয়েছিল।

তার উত্তর দিতে গিয়ে রাজ্যপাল এদিন বলেন, সন্দেশখালিতে আমার যাওয়া নিয়ে প্রশ্ন তুলেছিলেন অনেকে। আমার ওখানে যাওয়া নিয়ে যারা প্রশ্ন তুলেছিলেন, তাদের ধন্যবাদ। সমালোচনা ভালো। তা সে আত্মসমালোচনাই হোক বা অন্যের থেকে আসা সমালোচনা।

আমি দুটোকেই ইতিবাচক হিসেবে দেখে থাকি। শাহজাহানের গ্রেফতারে দেরি হয়েছে। কোনও কোনও জায়গায় ফাঁক রয়েছে। পরবর্তী সময়ে সব খতিয়ে দেখব। নির্বাচিত সরকারকে ডেডলাইন বেঁধে চাপ দেব না। আশা করি, তারা তাদের গণতান্ত্রিক দায়িত্ব পালন করবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nineteen − 3 =