নদীয়ার মায়াপুরের চৈতন্য মঠে একটি ধর্মীয় অনুষ্ঠানে যোগ দিয়ে বাংলা সম্পর্কে এমন কথা বললেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মায়াপুর :: শুক্রবার ০১,মার্চ :: শিশুরা যেমন মায়ের কাছে সুরক্ষিত থাকে ঠিক তেমনি আমিও বাংলা মায়ের কাছে সুরক্ষিত রয়েছি। শিশুরা দুষ্টুমি করলে মা কান মুলে দেয় আর বাংলা মা আমার হাত ধরেছে যাতে আমি পড়ে না যাই। আর এটাই আমার আত্মবিশ্বাস।

নদীয়ার মায়াপুরের চৈতন্য মঠে একটি ধর্মীয় অনুষ্ঠানে যোগ দিয়ে বাংলা সম্পর্কে এমন কথা বললেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। অনুষ্ঠান শেষে এদিন সাংবাদিকদের প্রশ্নের উত্তরে সন্দেশখালি প্রসঙ্গে রাজ্যপাল বলেন, আইনশৃঙ্খলার সমস্যা একটা ছিল। সেখানে সন্ত্রাস চলছিল। আজ মূল অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। আইন আইনের পথে চলবে ।

আমরা পশ্চিমবঙ্গে হিংসা বরদাস্ত করব না। মানুষের শান্তির অধিকার আছে। আমরা তাদের সেই প্রয়োজনীয় শান্তি নিশ্চিত করব। হিংসা দমন করা হবে কঠোর হাতে। আমি রাজ্যপাল হিসাবে নিশ্চিত করব যে জনগণ যেন ন্যায়বিচার পায় এবং তাদের মর্যাদা ও সম্মান অক্ষুন্ন থাকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 × one =