নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: তমলুক :: শনিবার ২,মার্চ :: তালডাংরা থানার অন্তর্গত ডুমুরডিহা গ্রামে, পোল্ট্রি ফার্মের দেওয়াল ধষে মৃত্যু হল এক শ্রমিকের ও আহত ৫ শ্রমিককে গুরুতর আহত অবস্থায় নিয়ে যাওয়া হয়, বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হসপিটালে।
ঘটনার খবর পেয়ে ছুটে যান বাঁকুড়া জেলার পুলিশ সুপার বৈভব তেওয়ারি জেলাশাসক সৈয়দ এন, সভাধিপতি অনুসূয়া রায় ব্লক সভাপতি তারাশঙ্কর রায় ও তালডাংরা থানার আধিকারিক আহতদের উদ্ধার করে হসপিটালে পাঠানো হয়েছে।
পোল্ট্রি ফার্ম এর পাশেই একটি দোতালা বাড়ির নির্মাণ কাজ চলছিল এবং ওই বাড়ির সামনে টিনের শেডের নিচে একসঙ্গে বেশ কয়েকটি শ্রমিক মধ্যাহ্নভোজনের জন্য বসেছিলেন এবং সেই সময় দোতলার একটি পাচিল হুড়মুড়িয়ে ভেঙ্গে পড়ে এবং তাতেই এরা চাপা পড়ে যায়। ঘটনাস্থলে একজনের মৃত্যু হয় বাকিদের অবস্থা আশঙ্কা জনক।
পুলিশ সুপার জানান এই বিল্ডিং এর পারমিশন আছে কিনা বা এর পরিকাঠামগত কোন ত্রুটি আছে কিনা তা আমরা খতিয়ে দেখে ব্যবস্থা গ্রহণ করব। গ্রামবাসীরা ক্ষোভে ফেটে পড়েন এবং বলেন অতি নিম্নমানের জিনিস ব্যবহার করা হয়েছে তাই এই অবস্থা। মৃত ব্যক্তির নাম কৃষ্ণ মোল্লা ওন্দা থানার মেটে পাড়ার বাসিন্দা।