নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: ঝাড়গ্রাম :: রবিবার ৩,মার্চ :: যারা নিরিবিলি গ্রাম্য পরিবেশ পছন্দ করেন ,সুন্দর গ্রাম পছন্দ করেন, তাদের জন্য অবশ্যই সেরা জায়গা ঝাড়গ্রাম ,সঙ্গে ঝাড়খণ্ডের সীমানা গ্রাম কাঁকড়াঝোর। এখানকার প্রাকৃতিক পরিবেশ গ্রাম্য পরিবেশ সবকিছু মনোরম।
রাঙা মাটির পথ ,সরিষার খেত,আলপনা আঁকা লালমাটির ঘর মুগ্ধ করে দেয়। এখানকার গ্রামবাসীদের জীবনযাত্রা অত্যন্ত কঠিন । শীতের ছোঁয়ায় যেন এই গ্রাম আর ও মায়াবী হয়ে ওঠে। শীতের সকালে বাড়ির উঠানে ঝাঁট দেওয়া থেকে শুরু করে শীতের হাত থেকে বাঁচবার জন্য আগুনে হাত-পা সেঁকে নেওয়া এক অদ্ভুত নস্টালজিয়া নিয়ে আসে।
জঙ্গল থেকে কাঠ কেটে আনা,কুলোয় ধান ঝাড়া গ্রাম বাংলার এই পরিবেশগুলি সত্যিই দেখবার মতো। সব থেকে উল্লেখযোগ্য বিষয় হলো,বাড়ির সামনে উঠোনে ধান শুকোতে দেওয়া, অসম্ভব সুন্দর গ্রাম্যপরিবেশের টানে বারবার মন টানে।এই জঙ্গলেই হয়েছিল “চার মূর্তি” সিনেমার শুটিং। পাখির কাকলির তানে মোহিত হতেই হবে।সকালে ঘুম থেকে উঠে পায়ে হেঁটে গ্রাম বেড়ানো এক অনন্য অভিজ্ঞতা।