নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বারাসাত :: সোমবার ০৪,মার্চ :: কলকাতা হাইকোর্টের নির্দেশে ফের সন্দেশখালি পৌছলেন বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং কমিটির সদস্যরা।ফ্যাক্ট ফাইন্ডিং টিমের সদস্যগণ হলেন – জাস্টিস নারসিমা রেড্ডি, আইপিএস অফিসার রাজপাল সিং, ওপি ব্যাস (যুগ্ম রেজিষ্টার জাতীয় মানবাধিকার কমিশন ), ভাবনা বাজাজ কনসালটেন্ট, সঞ্জীব নায়ক (সিনিয়র জার্নালিস্ট)।
এর আগে তাদের পুলিশি বাধায় বাসন্তী হাইওয়ে ভোজেরহাট থেকে ফিরে আসতে হয়েছিল এবং গ্রেফতার হতে হয়েছিল। আজ অবশ্য তারা তিনটি গ্রাম পঞ্চায়েত এলাকায় ঘুরে স্থানীয় মানুষের সমস্যার কথা শোনার সুযোগ পান কলকাতা হাইকোর্টের নির্দেশের পরেই।
সেইমতো তারা সন্দেশখালি পৌঁছন ব্যাপক পুলিশি নিরাপত্তার মধ্য দিয়ে। অন্যদিকে রবিবার দুপুর থেকেই সন্দেশখালি ও নেজাট এলাকার ৩৭ টা জায়গা থেকে ১৪৪ ধারা উঠিয়ে নেওয়া হলো প্রশাসনের তরফ থেকে। বাকি সন্দেশখালি ও নেজাট একটা অংশ ১২ টা জায়গায় এখনো ১৪৪ ধারা বর্তমানে জারি আছে।