নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কোলকাতা :: সোমবার ০৪,মার্চ :: ২০১৬ আপার প্রাইমারি চাকরিপ্রার্থীদের বিকাশ ভবন অভিযান ঘিরে ধুন্দুমার কান্ড চাকুরী প্রার্থীরা সেন্ট্রাল পার্ক মেট্রো স্টেশন থেকে বের হতেই পুলিশের সঙ্গে ধস্তাধস্তি চাকরিপ্রার্থীদের জোর করে চ্যাং দোলা করে গাড়িতে তুলে নিয়ে গিয়ে আটক করা হলো।
বঞ্চিত যোগ্য প্রার্থীরা নিয়োগের দাবিতে ৪৫০ দিন গান্ধী মূর্তির পাদদেশে অবস্থান এবং ধরনা। ২০১৪ সালে ৩০ শে জানুয়ারি টেট বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল, টেট পরীক্ষা হয়েছিল ১৬ ই আগস্ট ২০১৫। নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছিল ২৩ শে সেপ্টেম্বর ২০১৬। শূন্য পদ ছিল ১৪ হাজার ৩৩৯টি।
প্রথম কাউন্সিলিং সম্পূর্ণ প্রার্থীদের জয়েনিং এর ব্যবস্থা করতে হবে।
আইনি বাধা না থাকা সত্ত্বেও দ্বিতীয় কাউন্সিলিং এর নোটিশ এখনো পর্যন্ত জারি হয়নি তা অবিলম্বে জারি করতে হবে।
মেধা তালিকাভুক্ত যোগ্য প্রার্থীদের ধারাবাহিকভাবে কাউন্সিলিং এবং জয়েনিং দিতে হবে। ইতিমধ্যেই নিয়োগের দাবিতে মুখ্যমন্ত্রীর সঙ্গে তিনবার তারা দেখা করেছেন ১৪ই সেপ্টেম্বর ২০১৬য় সিঙ্গুরের সভায়, একুশে জুন ২০২১ নবান্ন ৩০ শে মে ২০২৩ নবান্নের সভা গিয়ে আজও পর্যন্ত মেলেনি চাকরি এই সমস্ত দাবি নিয়ে তারা বিকাশ ভবন অভিযান করেন ।