সজল দাশগুপ্ত (নিউজ ডেস্ক) :: সংবাদ প্রবাহ :: ধরমশালা :: মঙ্গলবার ৫,মার্চ :: আগামী ৭ ই মার্চ থেকে শুরু হচ্ছে ভারত বনাম ইংল্যান্ডের পঞ্চম টেস্ট ম্যাচ। এই টেস্ট ম্যাচটি কার্যত নিয়ম রক্ষার ম্যাচ হয়ে দাঁড়িয়েছে। ইতিমধ্যেই ভারত টেস্ট সিরিজ পকেট বন্দি করে ফেলেছে। তবে ভারত চাইবে এই টেস্ট ম্যাচটি জিতে নিজেদের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ এর পয়েন্ট টেবিলে জায়গা শক্ত করার।
অপরদিকে ইংল্যান্ড ও চাইবে এই টেস্ট ম্যাচ জিতে ক্ষত শুকোতে। আগামী ৭ই মার্চ থেকে শুরু হবে টেস্ট ম্যাচ। প্রসঙ্গত বেসিন রিজার্ভে অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডকে হারিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ এর পয়েন্ট টেবিলে নিজেদের জায়গা মজবুত করে ফেলেছে। ইংল্যান্ডের আবহাওয়া সঙ্গে মিল রয়েছে ধরমশালার।
আবহাওয়া দপ্তরের পূর্বাভাস টেস্ট ম্যাচের প্রথম দিন সকালের দিকে তাপমাত্রা ৭ ডিগ্রি থাকতে পারে। সারাদিনই আকাশ মেঘলা ও হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। বাকি চারদিনের ও তাপমাত্রার খুব একটা হের ফের হবেনা। ইংরেজ ক্রিকেটাররা নিজেদের দেশের আবহাওয়া সঙ্গে মিল খুঁজে পাবেন, এইজন্য তাদের কিছুটা বাড়তি সুবিধা হবে।