মৌরিগ্রাম :: পেট্রোল বোঝাই টাংকারে আগুন দ্রুত তৎপরতার সঙ্গে পদক্ষেপ নেওয়ায় বড়সড় দুর্ঘটনা হাত থেকে রক্ষা পেল।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মৌরিগ্রাম :: মঙ্গলবার ৫,মার্চ :: পেট্রোল বোঝাই টাংকারে আগুন দ্রুত তৎপরতার সঙ্গে পদক্ষেপ নেওয়ায় বড়সড় দুর্ঘটনা হাত থেকে রক্ষা পেল। মৌরিগ্রাম ইন্ডিয়ান অয়েল তেলের ডিপো থেকে পেট্রোল ভর্তি করে ডানকুনি দিকে রওনা দিচ্ছিল গাড়িটি।

আন্দুল রোডের উপর পাকুরতলার কাছে হঠাৎ গাড়ির সাইলেন্সার পাইপের কাছে ধোঁয়া লক্ষ্য করা যায়। এবং সেই ধোঁয়া লক্ষ্য করে এলাকার মানুষজন চিৎকারের ফলে গাড়ি দাঁড়িয়ে যায় এবং তারপরই আগুন লক্ষ্য করা যায় দ্রুততার সঙ্গে চালকের হেল্পার অগ্নি নির্বাপক গ্যাস প্রয়োগ করেন ।

আশপাশের মানুষজন এবং দোকানদার সকলেই আগুন নেভাবার কাজে নেমে পড়েন। কিছুক্ষণের মধ্যে আগুন নিয়ন্ত্রণে চলে আসে। আশপাশের মানুষজন আতঙ্কিত হয়ে পড়েন যেহেতু আশপাশে বসতি বাড়ি এবং দোকান বাজার ছিল তাই বড়সড় দুর্ঘটনা ঘটতেই পারতো। তবে কি কারণে আগুন এখনো স্পষ্ট নয় প্রাথমিকভাবে মনে করা হচ্ছে সাইলেন্সার পাইপ থেকে আগুনটি লাগে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two × five =