নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: নানুর :: বুধবার ৬,মার্চ :: নানুর বিধানসভার চন্ডীদাস নানুর অঞ্চলের আগোরতর গ্রামের নাম – ভুলন সেখ;(বয়স-৫০বছর)পরিযায়ী শ্রমিক চেন্নাই তে কাজ করতে গিয়ে ২১/১১/২৩ তারিখে আকস্মিক মৃত্যু হয়।
পরিযায়ী শ্রমিকদের জন্য বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঐতিহাসিক পদক্ষেপ পরিযায়ী শ্রমিক কল্যাণ সমিতির পক্ষ থেকে মৃতের পরিবারের শেষ কাজ সম্পন্ন সহ পরিবারের পাশে থাকার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল।
আজকে নানুর থানার আগোত্তর গ্রামে বোলপুর লোকসভার সাংসদ অসিত মাল, বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ ,জয়েন্ট লেবার কমিশনার,নানুর বিধানসভার বিধায়ক বিধানচন্দ্র মাঝি,বি.ডি.ও সহ প্রধান, নানুর ব্লক সভাপতি সুব্রত ভট্টাচার্য ও উপপ্রধানের উপস্থিতিতে
বাংলার মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে পরিবারের হাতে আর্থিক সাহায্য তুলে দেওয়া হলো।অসহায় পরিবারটির পাশে রাজ্য সরকারের পক্ষ থেকে সবরকম ভাবে সাহায্যের আশ্বাস দেওয়া হয়।।