এটা আরো একটা খেলা।এটা কোন আইন চার্জশিট দেবে না।বছরের পর বছর জেলে আটকে রাখছে – বললেন মমতা বন্দোপাধ্যায়

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কোলকাতা :: বুধবার ৬,মার্চ :: নির্বাচনের সময় ইডি সিবিআই ভয় দেখিয়ে টাকা নিচ্ছে।এত টাকা নাহলে আসছে কোথা থেকে।প্রশ্ন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের।তিনি আরো বলেন এটা আরো একটা খেলা।এটা কোন আইন চার্জশিট দেবে না।বছরের পর বছর জেলে আটকে রাখছে।

আমরা বিজেপি নির্বাচন চাইনা।ইমপার্সিয়াল ইলেকশন চাই।বাংলায় একমাত্র ইমপার্সিয়াল ইলেকশন হয়।বাংলায় এসে যারা বড়বড় কথা বলছে তাদের বলবো উত্তরপ্রদেশে যান।দেখুন কি অবস্থা।মহিলারা নিরাপদ নয়।বিজেপি এরাজ্যে দাঙ্গার ছক করে মা বোনেদের অসম্মান করছে।তাতে এরাজ্যে মা বোনেরা খুশী নয়।

এদিন দশ তারিখ ব্রিগ্রেডে আসার ডাক মুখ্যমন্ত্রীর।আমি সবাইকে বলবো যারা নবজাগরণ,নব সংস্কৃতি গড়তে ভালোবাসেন তারা দশই মার্চ ব্রিগ্রেডে আসুন।গর্জন করুন।বাংলা এগিয়ে যাবে।বিজেপির সভা হলে রেল পাওয়া যায় লোক আসার।আর তৃনমূল টাকা জমা দিলেও রেল বাতিল করে দেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

18 + twelve =