ধর্মশালা টেস্টের আগে ব্যাজবল প্রসঙ্গে নিজের মত জানালেন হিট ম্যান

সজল দাশগুপ্ত :: সংবাদ প্রবাহ :: স্পোর্টস ডেস্ক :: বৃহস্পতিবার ৭,মার্চ :: ধরমশালা টেস্ট শুরু হচ্ছে আগামী ৭ই মার্চ থেকে।নিয়ম রক্ষার হয়ে দাঁড়িয়েছে এই টেস্ট ম্যাচ। ব্যাজবল প্রসঙ্গে নিজের মতামত জানাতে গিয়ে বেন ডাকেটকে ধুইয়ে দিলেন রোহিত শর্মা।

আজ তিনি এক সাংবাদিক সম্মেলনে ঋষভ পন্তের উদাহরণ টেনে নিয়ে ব্যাজবল প্রসঙ্গে নিয়ে ভারতকে অবজ্ঞা করা ইংরেজ ব্যাটার ডাকেটকে এক হাত নিলেন। ইংরেজ ব্যাটার বেন ডাকেট যসশ্বী জশোয়ালের আক্রমনাত্মক ব্যাটিং প্রসঙ্গে তাদের নিজস্ব ব্যাজবল স্টাইলকে অনুসরণ করেই নাকি ভারতীয় ওপেনারের ব্যাটিং গিয়ারের পরিবর্তন বলে বিবৃতি দেন।

এই কথার রেশ ধরে তাঁর কটাক্ষ ‘যশস্বী জসওয়াল বেন ডাকেটের থেকে শিখেছে? আমাদের দলে একজন ছেলে ছিল, যার নাম ঋষভ পন্ত। সম্ভবত বেন ডাকেট তার খেলা দেখেনি।’ বাস্তবিকই বীরেন্দ্র সেহওয়াগ, ঋষভ পন্তরা টেস্টেও যে রকম আগ্রাসী মেজাজে ব্যাট করতেন, তা থেকে অনুপ্রাণিত হতে পারে ব্যাজবল শৈলী।

রোহিত আরও বলেন, ‘আমি বুঝি না ব্যাজবল ক্রিকেটটা আসলে কী! আমি তো কাউকেই দুমদাম ব্যাট চালাতে দেখছি না। গতবারের তুলনায় এবার ইংল্যান্ড ভালো ক্রিকেট খেলছে বটে, তবে আমি জানি না ব্যাজবলের মানেটা কী।’ বৃহস্পতিবার থেকে ধরমশালায় শুরু ভারত-ইংল্যান্ড সিরিজের শেষ টেস্ট ম্যাচ। ভারত ইতিমধ্যেই ৩-১ ব্যবধানে টেস্ট সিরিজ জিতে নিয়েছে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

10 + thirteen =