নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: তমলুক :: শনিবার ৯,মার্চ :: পূর্ব মেদিনীপুরের তমলুক লোকসভা কেন্দ্রে বিজেপির প্রার্থী কে হবেন তা নিয়ে দলীয় স্তরে নাম ঘোষণা হয়নি এখনও। এরই মাঝে হাইকোর্টের সদ্য অবসরপ্রাপ্ত বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির নাম লিখে প্রচার শুরু হয়ে গেল নন্দীগ্রাম এলাকায়।
এদিন নন্দীগ্রাম ২ ব্লকের একাধিক জায়গায় অভিজিৎ গাঙ্গুলিকে বিজেপির প্রার্থী হিসেবে উল্লেখ করে দেওয়াল লিখন শুরু করে দিলেন বিজেপির নীচু তলার কর্মীরা। তাঁদের দাবী, অভিজিৎ গাঙ্গুলি এই কেন্দ্র থেকেই প্রার্থী হবেন তা একপ্রকার নিশ্চিত। দলের ওপর তলার বার্তা পেয়েই দেওয়াল লিখন শুরু করে দেওয়া হয়েছে।
এদিন নন্দীগ্রাম ২ ব্লকের হরিপুর অঞ্চলের ঝড়েশ্বরপুর এলাকায় একাধিক দেওয়ালে অভিজিৎ গাঙ্গুলির নাম লিখে প্রচার শুরু করে দিয়েছেন বিজেপির নেতা কর্মীরা। শুভেন্দু অধিকারীর বিধানসভা কেন্দ্র নন্দীগ্রামের ২নং ব্লকের এই এলাকাগুলিতে বিজেপির প্রভাব যথেষ্ট।
সেই এলাকায় অভিজিৎ গাঙ্গুলির নামে দেওয়াল লিখন যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল। বিজেপির জেলা নেতৃত্বরাও একপ্রকার নিশ্চিত তমলুক কেন্দ্র থেকেই লড়াই করবেন অভিজিৎ গাঙ্গুলি। সেই মতোই এদিন দেওয়াল লিখন শুরু হয়ে গেল নন্দীগ্রাম কেন্দ্র থেকে।