ধর্মশালা টেস্টের দ্বিতীয় দিনে চালকের আসনে ভারত

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: স্পোর্টস ডেস্ক :: শনিবার ৯,মার্চ :: পঞ্চম টেস্টেও চালকের আসনে ভারত। দ্বিতীয় দিনের খেলা শেষ হওয়ার পর ২৫০ রানের বেশি লিড রয়েছে ভারতের। প্রসঙ্গত প্রথম দিন ভারতীয় বোলারদের সামনে মাথা তুলে দাঁড়াতে পারেনি ইংল্যান্ডের ব্যাটসম্যানরা। মাত্র ২১৮ রানের মধ্যে অলআউট হয়ে যায় তারা।

দ্বিতীয় দিনেও নিজেদের আধিপত্য বজায় রাখল ভারত। হলো জোড়া সেঞ্চুরি। ১০৩ রান করেন রোহিত শর্মা, গিল করেন ১১০ রান। এছাড়া জাসওয়াল করেছেন ৫৭, সরফরাজ খান করেছেন ৫৬ রান। দ্বিতীয় দিনের শেষে ভারতের সংগ্রহ আট উইকেট হারিয়ে ৪৭৩ রান। ইংল্যান্ডের থেকে ২৫৫ রানের লিড রয়েছে ভারতের।

প্রসঙ্গত এই টেস্ট ম্যাচটি কার্যত নিয়ম রক্ষার টেস্ট ম্যাচ হলেও উভয় দল চাইছিল ম্যাচ জিতে সিরিজ শেষ করতে। তবে প্রথম দিন থেকে ভারত চালকের আসনে। প্রথম দিন অসামান্য দক্ষতার সঙ্গে বোলিং করেন ভারতীয় বোলাররা। দ্বিতীয় দিনেও রোহিত এন্ড কোম্পানি খেলার রাস নিজেদের হাতে নিতে সক্ষম। ওপেনিং জুটি থেকে মিডিল অর্ডার সকলেই রান পেয়েছেন। দ্বিতীয় দিনে জোড়া সেঞ্চুরি এসেছে ভারতের

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nineteen + 12 =