নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: আমডাঙ্গা :: সোমবার ১১,মার্চ ::অর্জুন সিংকে প্রার্থী না করার প্রতিবাদে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের আমডাঙ্গা বিধানসভার দত্তপুকুর নরসিংহপুর মোড়ে যশোর রোড অবরোধ করে বিক্ষোভ তৃণমূল কর্মী সমর্থকদের । দাবি অর্জুন সিং কে প্রার্থী করতে হবে ব্যারাকপুর লোকসভা কেন্দ্র থেকে, না হলে হারার আশঙ্কা রয়েছে ব্যারাকপুর লোকসভা কেন্দ্র।
এই অভিযোগ তুলেই রাস্তায় বেঞ্চ ও লোহার পাইপ ফেলে অবরোধ তৃণমূল কর্মী সমর্থকদের। প্রসঙ্গত ২০১৯ লোকসভা নির্বাচনে বিজেপি থেকে অর্জুন সিং প্রার্থী হয়ে বিপুল ভোটে জয়যুক্ত হয়েছিল ব্যারাকপুর লোকসভা কেন্দ্র থেকে তার পরবর্তী সময় তৃণমূলে যোগদান করে অর্জুন সিং। প্রত্যাশিতভাবে এখানকার কর্মী সমর্থকরা ভেবেছিল ২০২৪ লোকসভা কেন্দ্রে প্রার্থী করা হবে অর্জুন সিং কেই
কিন্তু সে জায়গায় রাজ্যের সেচমন্ত্রী তথা ব্যারাকপুর সংসদীয় জেলার সভাপতি পার্থ ভৌমিককে প্রার্থী করা হয়েছে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে সেই ক্ষোভের বহিঃপ্রকাশে অবরোধ করে বিক্ষোভ তৃণমূল কর্মী সমর্থকদের। অর্জুন সিং কে প্রার্থী না করা হলে দলের সাথে চলবে কিনা সে বিষয় নিয়েও সংশয় প্রকাশ করেছে তৃণমূল কর্মী সমর্থকেরা।
১৫ মিনিট অবরোধ কর্মসূচি চলার পরে দত্তপুকুর থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে এসে অবরোধ তুলে দেয়। এখন দেখার আদৌ কর্মীদের এই খুব বিক্ষোভের ফলে প্রার্থী পরিবর্তন করা হয় কিনা। ২০২১ লোকসভা নির্বাচনে একাধিক জায়গায় বিক্ষোভ দেখিয়ে পরবর্তীতে পরিবর্তন করেছিল রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস, তারই পুনরাবৃত্তি হয় কিনা সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল।