সুদেষ্ণা মন্ডল :: সংবাদ প্রবাহ :: ভাঙড় :: সোমবার ১১,মার্চ :: লোকসভা ভোটে তৃণমূল কংগ্রেসের প্রার্থী ঘোষণার পরে আবারও উত্তপ্ত হয়ে উঠল ভাঙড় । আইএসএফ ও তৃণমূলের সংঘর্ষে উত্তপ্ত এলাকা। আহত উভয় পক্ষের বেশ কয়েকজন। ঘটনাটি ঘটেছে ভাঙড়ের পোলেরহাট থানার পশ্চিম সাতুলিয়া এলাকায়।
ঘটনার সূত্রে জানা যায় , আইএসএফের বুথ কমিটির মিটিং চলাকালীন তাদের উপরে হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। ৫০ থেকে ৬০ জন তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা তাদের উপরে হামলা চালায় এমনটাই অভিযোগ ।এই ঘটনায় আহত হয় একাধিক আইএসএফ কর্মী।
অন্যদিকে তৃণমূলের অভিযোগ , তাদেরকে মারধর করে আইএসএফ কর্মী সমর্থকরা। তবে গোটা ঘটনায় আহত হয় উভয় পক্ষের বেশ কয়েকজন। অশান্তির খবর শুনে পোলেরহাট থানার পুলিশ কর্মীরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। উভয়পক্ষ পোলেরহাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। পুলিশ লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে।