জলপাইগুড়িতে বিষ্ণুপুরের বাসিন্দা অ্যামোনিয়া গ্যাসের পাইপ লিক করে কুতুবউদ্দিন শেখের মৃত্যু হয়

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বিষ্ণুপুর :: সোমবার ১১,মার্চ :: গত ২৮ ফেব্রুয়ারি জলপাইগুড়িতে অ্যামোনিয়া গ্যাসের ইনসুলিনের কাজের জন্য বিষ্ণুপুর থানার অন্তর্গত চক এনায়েত নগরের বাসিন্দা কুতুবউদ্দিন শেখ, সিরাজ শেখ , ফুরকান শেখ, ইনসান শেখ । রবিবার রাতে তাদের বাড়িতে খবর আসে যে অ্যামোনিয়া গ্যাসের পাইপ লিক করে কুতুবউদ্দিন শেখের মৃত্যু হয় ।

পাশাপাশি সিরাজ , ফুরকান ও ইনসাফ শেখ গুরুতর ভাবে আহত হয়েছে। মৃত কুতুবুদ্দিন শেখ বাড়ির উপার্জনের একমাত্র ভরসা ছিল। এক ছেলে এক মেয়ে ও স্ত্রীকে নিয়ে সংসার । এইভাবে মৃত্যুতে ভেঙে পড়েছে তার পরিবার সহ গোটা এলাকার মানুষজন । কুতুবউদ্দিন শেখের আত্মীয়-স্বজনদের বক্তব্য যে এই এই জেলায় যদি কাজ থাকতো তাহলে আর ভিন জেলায় কাজে গিয়ে এইভাবে মৃত্যু হতোনা ।

এলাকায় কাজ নেই তাই পেটের টানে ভিন রাজ্যে বা ভিন জেলায় ছুটতে হয় এই এলাকার মানুষজনকে । পরিবারের লোকজন থেকে শুরু করে এলাকার মানুষজনের এখন একটাই দাবি প্রশাসনের থেকে সাহায্যের ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seven − six =