সংবাদমাধ্যমে সাক্ষাৎকারে বিস্ফোরক সুকুমার মাহাতো – শাহজাহান আমাকে ফোন করেনি, পাল্টা আমি ফোন করেছিলাম।।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: সন্দেশখালি :: সোমবার ১১,মার্চ :: ৫ই জানুয়ারি শেখ শাহজাহানের বাড়িতে গিয়ে ইডি আক্রান্ত মারধর ভাঙচুর বিক্ষোভ অবরোধ হওয়ার ঘটনা পর আমি ফোন করেছিলাম ৪০ থেকে ৫০,সেকেন্ড কথা হয়েছিল। সিবিআই তদন্তে উঠে এসেছিল শেখ শাহাজান কোন এক বিধায়ক কে ফোন করেছিল ।নাম উঠে এসেছিল সন্দেশখালি বিধায়ক সুকুমার মাহাতোর।

সেই দাবি নস্যাত করে তিনি বলেন সকাল সাড়ে আটটা নাগাদ টিভি মিডিয়া তে গন্ডগোল ভাঙচুর দেখি আমি এলাকার বিধায়ক আমার দায়িত্ব আছে। শুনেছি ঘটনা ঘটেছে আমি ফোন করে ছিলাম।

তিনি বলেন মারধর করা উচিত হয়নি আদালতের নির্দেশে বিচার হচ্ছে আইন আইনের পথে চলবে তদন্তের স্বার্থে সিবিআই ডাকলে যাব ইতিমধ্যে চার দিনের সিবিআর হেফাজত বসিরহাট মহকুমা আদালত তার মধ্যেই বিধায়ক সুকুমার মাহাতো বলেন শেখ শাহাজান নাকি আমাকে ফোন করেছিল এই দাবি উড়িয়ে তিনি বলেন আমি তাকে পাল্টা ফোন করেছিলাম বিধায়ক হিসেবে আমার দায়িত্ব কর্তব্য পালন করেছি।

সন্দেশখালি আগে থেকে স্বাভাবিক রয়েছে বিরোধীরা চক্রান্ত করে সন্দেশখালিকে অশান্ত করার চেষ্টা করছে । ২০২৪ এর লোকসভা ভোটে ফায়দা তুলতে চাইছে এমনটাই বললেন বিধায়ক ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ten + 19 =