নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: পাণ্ডবেশ্বর :: মঙ্গলবার ১২,মার্চ :: পশ্চিম বর্ধমানের পাণ্ডবেশ্বর বিধানসভার ইসিএলের বাঁকোলা এরিয়ার তিলাবনী কোলিয়ারিতে বেসরকারি সংস্থাকে বরাত দেওয়া হয়েছে এমডিও (Mine Developer and Operator) পদ্ধতিতে আধুনিকভাবে খনির নিচে থেকে কয়লা উত্তোলনের কাজ।
সেই এমডিও প্রজেক্ট এর কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে, যদিও কয়লা উত্তোলন এখনো শুরু হয়নি। কিন্তু কোলিয়ারির শ্রমিক সংগঠন গুলির দাবি ইসিএলের বাঁকোলা এরিয়া কর্তৃপক্ষ কোলিয়ারীর স্থায়ী শ্রমিকদের সবসময় বদলির ভয় দেখাচ্ছেন।
তারই প্রতিবাদে এমডিও প্রজেক্টের কাজ বন্ধ করে বিক্ষোভে সামিল হন কোলিয়ারীর দুটি পিটের প্রায় ৭২৩ জন স্থায়ী শ্রমিক। এদিনের এই বিক্ষোভে শ্রমিক সংগঠন এইচএমএসের তরফে মিন্টু ব্যানার্জি, কয়লা খাদান শ্রমিক সংগঠনের নেতা বলাই ব্যানার্জি ও সি আই টি ইউ নেতা জগন্নাথ মুখার্জী উপস্থিত ছিলেন। এছাড়াও উপস্থিত ছিলেন অন্যান্য শ্রমিক সংগঠনের নেতা কর্মীরা।
শ্রমিক সংগঠনের নেতা মিন্টু ব্যানার্জি, বলাই ব্যানার্জী ও জগন্নাথ মুখার্জিরা জানান শ্রমিক সংগঠন এমডিওর বিরুদ্ধে নয়, তারা কোনোভাবেই কয়লা উৎপাদন ব্যাহত হোক চান না। তবে এমডিওর নামে স্থায়ী শ্রমিকদের এখান থেকে বদলির যে প্রক্রিয়া বাঁকোলা এরিয়ার ইসিএল কর্তৃপক্ষ চালাচ্ছে তারা তার বিরোধী।