আনন্দ মুখোপাধ্যায় :: সংবাদ প্রবাহ :: ভাটপাড়া :: মঙ্গলবার ১২,মার্চ :: ফের বিস্ফোরক ব্যারাকপুরের তৃণমূল কংগ্রেস নেতা ও সাংসদ অর্জুন সিং। তার অন্য দলে যাওয়া নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে। বাড়ি ও দলীয় অফিস থেকে সরিয়ে ফেলা হলো, মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি। অর্জুন সিং এর কথায় “আমি তৃণমূলের কাছে আনওয়ান্টেড হয়ে গেছি কিন্তু ব্যারাকপুরের মানুষের কাছে এখনো ওয়ান্টেড আছি।”
তিনি আক্ষেপের সুরে বলেন ২০০১ সাল থেকে ব্যারাকপুর শিল্পাঞ্চলে তৃণমূল কংগ্রেসের হয়ে জনপ্রতিনিধিত্ব করছি। পুরনো তৃণমূল কর্মীদের আস্তে আস্তে বসিয়ে দেয়া হচ্ছে। আমাকে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে দেড় বছর আগে আনা হয়েছে। এই দেড় বছর আমার নষ্ট করেছে তৃণমূল। স্বভাবতই অর্জুন সিং এর এই মন্তব্য বিজেপিতে যাওয়ার পথকে প্রশস্ত করবে কিনা সেটাই এখন শুধুমাত্র সময়ের অপেক্ষা।