নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: দুর্গাপুর :: বুধবার ১৩,মার্চ :: ডিএসপিতে দুর্ঘটনায় মৃত শ্রমিকদের ক্ষতিপূরণের দাবিতে তৃণমূল শ্রমিক সংগঠন আইএনটিটিইউসির নেতৃত্ববৃন্দরা দুর্গাপুর ইস্পাত কারখানার কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকে বসেন ।উপস্থিত ছিলেন পশ্চিম বর্ধমান জেলা আইএনটিটিইউসি সভাপতি
অভিজিৎ ঘটক, তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী, দুর্গাপুরের শ্রমিক নেতা প্রভাত চট্টোপাধ্যায়, দীপঙ্কর লাহা সহ অন্যান্যরা।
প্রসঙ্গত ২৯ ফেব্রুয়ারি কারখানার ভিতরে কাজ করার সময় গলিত লোহা ছিটকে ঝলসে যায় বিনয় হরিজন নামে এক ট্রেনিরত শ্রমিক। সোমবার দুর্গাপুরের বিধাননগরের এক বেসরকারি হাসপাতালে তার মৃত্যু হয়। তারই ক্ষতিপূরণের দাবিতে ও পরিবারের চাকরির দাবিতে সোচ্চার হোন তৃণমূল শ্রমিক সংগঠন নেতৃত্ব। অবশেষে কারখানা কর্তৃপক্ষ তাদের আশ্বাস দেন যে দ্রুত উর্ধতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে তাদের দাবি পূরণ করবেন।

