কুমার মাধব :: সংবাদ প্রবাহ :: মালদহ :: বুধবার ১৩,মার্চ :: হবিবপুরের সভায় বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রীর ভাইয়ের সঙ্গে সম্পর্ক নিয়ে তীব্র কটাক্ষ করেন সুকান্ত মজুমদার। তাঁর কটাক্ষ, ‘কালীঘাটের মা, মাটি, মানুষের দলের নতুন নাটক “ভাই কেন পর”। তাতে অনেক শিল্পীরা রয়েছেন। এরকম নাটক দেখতে দেখতে মানুষ ক্লান্ত হয়ে গিয়েছে। নির্বাচনের মুখে এখন পরিবারতন্ত্রকে সামনে রেখেই রাজনীতি করতে চাইছেন উনি।’
সাংবাদিকদের সরাসরি প্রশ্নের উত্তরে তৃণমূলকে তুলোধোনা করে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, ‘আর কত নাটক মানুষ দেখবে? মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশনায় নতুন নাটক, ‘ভাই কেন পর’ শুরু হয়েছে।
তাতে সায়নী ঘোষ, রচনা বন্দ্যোপাধ্যায়, দেবের মতো অভিনেতা, অভিনেত্রীরাও রয়েছেন। এটা নতুন কিছু নয়, আসলে নির্বাচনে রাজনীতি করতে সবরকম রণকৌশল নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।’
দক্ষিণ মালদার তৃণমূল প্রার্থী শাহনওয়াজ আলি রায়হানকে এক্স হ্যান্ডেলে কটাক্ষ করেন বিজেপি নেতা অমিত মালব্য। তিনি তৃণমূল প্রার্থীকে সন্ত্রাসবাদী আখ্যা দিয়ে টুইট করেন। সেই প্রেক্ষিতে শাহনওয়াজ আলি নিজেকে আহত বাঘ আখ্যা দিয়ে বিজেপির বিরুদ্ধে লড়াইয়ের কথা ঘোষণা করেন।
তৃণমূল প্রার্থীর এই মন্তব্যের উত্তরে বিজেপি রাজ্য সভাপতি বলেন, ‘আমরা অনেক বাঘকে দেখলাম। এর আগে অনুব্রত বাঘ ছিল, সে এখন ছাগ হয়ে গিয়েছে। এরকম অনেকেই রয়েছে, যারা মুখে বড় বড় কথা বলে। তবে দক্ষিণ মালদার প্রার্থী বাঘ না বাঘরোল সে তো নির্বাচনের সময় দেখা যাবে।