নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: সন্দেশখালী :: বৃহস্পতিবার ১৪,মার্চ :: সন্দেশ খালি কান্ডে সাতজন গ্রামবাসী গ্রেফতার করেছিল সন্দেশখালি থানার পুলিশ।তাদেরকেই হেফাজতের নেওয়ার আবেদন জানালো। সিবিআই।
সিবিআই আধিকারিকরা গতকাল বসিরহাট মহকুমা আদালতে আবেদন করলো ২০,০২,২৪ তারিখে তাদেরকে আদালতে তোলা হয়েছিল ৮ নম্বর কেসের ১,আলী হোসেন ঘরামী ২,সঞ্জয় মন্ডল ৩,সুকমল সদ্দার ৪,মেহেবুব মোল্লা ৫, আমিনুর শেখ ৬,এনামুল শেখ ৭,আইজুল সেখ এই সাতজন এখন জেল হেফাজতে রয়েছে।
এদের বিরুদ্ধে এলাকায় উস্কানিমূলক মন্তব্য দেওয়া একাধিক জায়গায় জমায়েত অগ্নিসংযোগ বাড়ি ভাঙচুর সহ একাধিক অভিযোগ রয়েছে। সন্দেশখালি কান্ড নিয়ে একের পর এক অভিযুক্তদের সিবিআই হেফাজাতে যাওয়ায় এলাকায় যথেষ্ট চাঞ্চল্য দেখা দিয়েছে।
এই সাতজন গ্রামবাসীদের আজ বসিরহাট মহকুমা আদালত থেকে সিবিআই হেফাজতে নিয়ে নেবার প্রক্রিয়া শুরু হয়েছে তার আগে তাদের পরিবারের লোকজন বসিরহাট কোটের হাজির হয়েছেন। তারা বলছেন আমাদের বাড়ির লোকজন পুরোটাই নির্দোষ তাদেরকে ফাঁসানো হয়েছে।