নন্দীগ্রামে অধিকারী পাড়া এবং সোনাচূড়াতে শহীদদের শ্রদ্ধা জানালেন শুভেন্দু অধিকারী।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: নন্দীগ্রাম :: বৃহস্পতিবার ১৪,মার্চ :: ১৪ মার্চ শহীদ স্মরণ সভা থেকে মমতাকে চ্যালেঞ্জ শুভেন্দুর। সি এ এ চালু হলে কারো নাগরিকত্ব গেলে আমি বিধায়ক পদ থেকে ইস্তফা দেবো না হলে আপনি দেবেন তো। সি এ এ লাগু হলে কারো নাগরিকত্ব যাবে না এমনিই বলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

অমিত শাহের মমতাকে সুর চড়ানোর প্রসঙ্গ টেনে বললেন। বৃহস্পতিবার নন্দীগ্রামে ১৪ মার্চের শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে প্রথমে গোকুলনগরে শহীদ বেদীতে মাল্যদান করেন শুভেন্দু অধিকারী এবং ওখান থেকে বাইকে চড়ে ভাঙাবেড়াতে শহীদ মিনারে যান সেখানে শহীদদের স্মরণ করেন।

তবে শহীদ স্মরণে এসে বারবার সন্দেশখালির প্রসঙ্গ টেনে বলেন নন্দীগ্রামে মহিলাদের মতন সন্দেশখালির মহিলারাও প্রতিবাদ করছেন। শাহাজাহানের প্রসঙ্গ টেনে বলেন, শাহাজান বলেছিলো শুভেন্দুর চামড়া ছাড়িয়ে বান্ডেল করে পাঠিয়ে দেবে। আজ কে বান্ডেল হল? শাহজান নিজেই বান্ডিল হয়ে গেছে। আমি ওর বাড়ির সামনে প্রাসাদের সামনে দাঁড়িয়ে মিষ্টি খেতে খেতে বলছিলাম শাহজান নেই প্রাসাদ আছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three + 17 =