নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বালুরঘাট :: শুক্রবার ১৫,মার্চ :: সুউচ্চ জাতীয় পতাকা বসিয়ে ভারত-পাকিস্থান যুদ্ধের স্মৃতি বিজড়িত ট্যাঙ্ককে সাজাবার উদ্যোগ নিল বালুরঘাট পুরসভা। ৪৪ লক্ষ টাকা ব্যয়ে সেজে উঠবে এলাকা, জানালেন চেয়ারম্যান। আনুষ্ঠানিকভাবে ভিত্তিপ্রস্তর স্থাপন করেন বালুরঘাট পুরসভার চেয়ারম্যান অশোক মিত্র। উপস্থিত ছিলেন শহরের অনান্য কাউন্সিলররাও।
পুরসভার সূত্রের খবর অনুযায়ী, দিল্লীর আদলে প্রায় ১০৫ ফিট উচ্চতার একটি জাতীয় পতাকা বসবে শহরের ট্যাঙ্ক মোড় এলাকায়। যা সেজে উঠবে রঙবেরঙের আলোর রোশনায়। শুধু তাই নয় ১৯৭১ সালের ভারত পাকিস্থান যুদ্ধের স্মৃতি বিজড়িত সেই ট্যাঙ্কটিকে আরো উচুতে বসিয়ে এলাকার সৌন্দর্যায়ন করবে পুরসভা।
একইসাথে এলাকায় লিপিবদ্ধ করা হবে ওই ট্যাঙ্কটির নানা ইতিহাস। যার মাধ্যমে শুধুমাত্র শহরের রঘুনাথপুর এলাকার সৌন্দর্যায়ন বৃদ্ধিই নয়, এলাকার একটি দর্শনীয় স্থান হিসাবেও চিহ্নিত হবে ওই ট্যাঙ্ক মোড় এলাকা বলে দাবি চেয়ারম্যানের ।