১৯৯২ ক্রিকেট বিশ্বকাপ এক মজাদার ঘটনার সাক্ষী

সজল দাসগুপ্ত  :: সংবাদ প্রবাহ :: স্পোর্টস ডেস্ক :: শনিবার ২৬,মার্চ :: ১৯৯২ সালের ক্রিকেট বিশ্বকাপ বিশ্বকাপ ক্রিকেটের ক্ষেত্রে নবজাগরণ। সেবার প্রথম রঙিন পোশাকে সাদা বলে খেলা হয়েছিল।অস্ট্রেলিয়া – নিউজিল্যান্ডে বসেছিল একদিনের বিশ্বকাপ ক্রিকেট প্রতিযোগিতা। রাউন্ড রবিনলীগ পদ্ধতিতে খেলা হয়েছিল ।

চিরপ্রতিদ্বন্দ্বী দুই দেশ ভারত এবং পাকিস্তান মুখোমুখি হয়েছিল সেই ম্যাচে ঘটে গিয়েছিল এক অদ্ভুত মজার ঘটনা। ভারত বনাম পাকিস্তানের সেই ম্যাচে প্রথমে ব্যাট করে শচীন টেন্ডুলকারের ৫৪ রান এবং অজয় ​​জাদেজার ৪৬ রানের দৌলতে ৪৯ ওভারে বোর্ডে ২১৬ রান তোলে ভারত।

এরপর ব্যাট করতে নেমে পাকিস্তান ওপেনার ইনজামাম-উল-হককে ২ রানে হারায় এবং জাহিদ ফজলও দুই রান করে ফিরে যান। তখন ম্যাচের হাল ধরেন আমির সোহেল এবং মিয়াঁদাদ। একটি দৃঢ় পার্টনারশিপ গড়ে তুলেছিলেন। ধীরে ধীরে ফিরছিল পাকিস্তান। তৃতীয় উইকেটে এই জুটি পাকিস্তানের মোট ৮৮ রান যোগ করে।

ইনিংস চলাকালীন, মিয়াঁদাদের সঙ্গে ভারতীয় উইকেটরক্ষক কিরণ মোরে মধ্যে একটি সংক্ষিপ্ত বাকযুদ্ধ হয়েছিল। এই ঘটনাটি রীতিমতো হাস্যকর।যা কিনা পরবর্তী কালে বিশ্ব ক্রিকেট একটি মজাদার ঘটনা বলে পরিচিত ।

ঘটনার সূত্রপাত টেন্ডুলকারের একটি ডেলিভারিতে মোরে আপিল করেন, এর পরেই মিঁয়াদাদ ঘুরে গিয়ে তাঁর সাথে উত্তপ্ত বাক্য বিনিময়ে জড়িয়ে পড়ে। এরপর মিয়াঁদাদ আম্পায়ারের কাছেও অভিযোগও জানান। তবে কিরণ মোরে কিন্তু আপিল করতে পিছপা হননি।

আবারো একই ওভারে রান আউটের আবেদন করেন, একবার উইকেট বেলও ফেলে দেন।পরবর্তীতে মিয়াঁদাদের ভাষায় তাঁকে নাকি বার বার স্লেজিং এবং উপহাস করতে থাকেন।আর এই সময়  অধৈর্য হন তিনি,

দুই হাতে ব্যাট ধরেন , হাস্যকর ভঙ্গিতে কিরণ মোরেকে ব্যাঙ্গ করেন লাফিয়ে উঠে। তখন সেই মুহূর্তে ক্যামেরার লেন্সে ধরা পড়ে মিঁয়াদাদের ভারতীয় উইকেট রক্ষক কিরণ মোরেকে নকল করার এই মজাদার ভঙ্গিমা। এই দৃশ্য আজও ক্রিকেট ভক্তদের মনে আনন্দের সঞ্চার করে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fourteen + 3 =