নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: হুগলি :: শনিবার ২৬,মার্চ :: সদ্য বিবাহ সেরে আবারো ফিরেছেন নিজের কাজে নিজের বিধানসভায়। কাজে ফিরেই দেখা গেল শ্রীরামপুরের লোকসভা প্রার্থী ও বিদায়ী সাংসদ কল্যাণ ব্যানার্জির হয়ে দেওয়াল লিখছেন উত্তরপাড়ার বিধায়ক কাঞ্চন মল্লিক। রং তুলি হাতে হুগলির কোন্নগরে দেওয়ালে দেওয়ালে মা মাটি মানুষের হয়ে প্রচার করছেন কাঞ্চন মল্লিক।
এই লোকসভা নির্বাচনেও শ্রীরামপুর কেন্দ্র থেকে এইবার বাউন্ডারি পার করবে কল্যাণ ব্যানার্জি এমনই দাবি করেন বিধায়ক কাঞ্চন মল্লিক। তিনি বললেন কল্যাণ ব্যানার্জি শুধুমাত্র সংসদ নন তিনি তৃণমূলের একজন অভিভাবক। তাই তার জন্য প্রচার করতে পেরে তৃণমূল সরকারের একজন কর্মী হয়ে কাঞ্চন মল্লিক তিনি খুবই উৎসাহী।
কাঞ্চন মল্লিক আরো বলেন, হুগলির লোকসভা কেন্দ্র থেকে দাঁড়িয়েছেন রচনা ব্যানার্জি। দিদি নাম্বার ওয়ান এর সেটে রচনা এবং কাঞ্চন তারা দুজনেই একসঙ্গে অনেক দিন কাটিয়েছেন। কাঞ্চন আশাবাদী রচনা ব্যানার্জিকে হুগলি লোকসভা কেন্দ্রে মানুষজন বেশি গ্রহণ করবে। কারণ রচনা দিদি নাম্বার ওয়ানে সাধারণ মানুষদের নিয়েই তার কাজ।
লকেট প্রসঙ্গে তিনি জানান, পাঁচ বছর হুগলি লোকসভা কেন্দ্রে হুগলির মানুষ বিগত পাঁচ বছরে লকেট কে দেখতে পাননি। সেখানে তিনি ইন্দ্রনীল সেনকে নিয়ে কটাক্ষ করছেন। তার শিল্প সাত্তাকে নিয়ে কটাক্ষ করছেন, শেষ কথা মানুষই বলবে।