দীর্ঘ প্রতীক্ষার অবসান,অবশেষে দক্ষিণ দিনাজপুর জেলার বাণগড়ে গড়ে উঠতে চলেছে পর্যটন কেন্দ্র।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: গঙ্গারামপুর :: শনিবার ২৬,মার্চ :: দীর্ঘ প্রতীক্ষার অবসান,অবশেষে দক্ষিণ দিনাজপুর জেলার বাণগড়ে গড়ে উঠতে চলেছে পর্যটন কেন্দ্র। ইতিমধ্যে (ভারতীয় প্রত্নতত্ত্ব বিভাগ) আর্কিওলজিকাল সার্ভে অফ ইন্ডিয়া)-র পক্ষ থেকে প্রায় ২কোটি ৮৮ লক্ষ টাকা বরাদ্ধ করা হয়েছে বাণগড়ে পর্যটন কেন্দ্র গড়ে তোলার জন্য।

এমন খবরে খুশি গঙ্গারামপুর সহ জেলাবাসী।যদিও লোকসভা নির্বাচনের আগে কেন্দ্র সরকারের এমন ঘোষণাকে তৃণমূলের পক্ষ থেকে রাজনৈতিক চমক বলেই কটাক্ষ করা হয়েছে। এদিকে বাণগড়ে পর্যটন কেন্দ্র গড়ে তুলতে ভারতীয় প্রত্নতত্ব বিভাগের প্রায় তিন কোটি টাকা অনুমোদনে আশার আলো দেখছেন জেলার ইতিহাসবিদ,ব্যবসায়ী থেকে সাধারণ মানুষ।

জায়গা দখল করে চলছে চাষবাস।এমতো অবস্থায় বাণগড়ে পুনরায় খনন ও পর্যটন কেন্দ্র গড়ে তোলার দাবি ওঠে জেলা জুড়ে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one + two =