নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কলকাতা :: রবিবার ১৭,মার্চ :: হাওড়া মালদা গামী ইন্টারসিটি এক্সপ্রেসে আগুন।যার কারণে আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। জানা গিয়েছে শনিবার রাতে খাগড়া স্টেশন এবং আজিমগঞ্জ স্টেশনের মাঝামাঝি স্থানে ডাহাপাড়া স্টেশনে হঠাৎ হাওড়া মালদাগামী ইন্টারসিটি এক্সপ্রেসে আগুনের জেরে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
শনিবার রাতে এই ঘটনায় ব্যাপক আতঙ্কিত হয়ে উঠেন যাত্রীরা। চলন্ত ট্রেন থেকে হঠাৎ ধোঁয়া বের হওয়ার ঘটনায় রীতিমতো শোরগোল সৃষ্টি হয়। পরে ট্রেনের যাত্রীরা বিষয়টি ট্রেনের গার্ড ও টিটি কে জানানো হলে তড়িঘড়ি ট্রেন থামিয়ে দেওয়া হয়। ট্রেন থেকে নেমে যান যাত্রীরা। ট্রেনের ধোঁয়া কি কারণে বের হচ্ছে তা খতিয়ে দেখা হয়।
রেল দফতরের কর্মীরা জানিয়েছেন, এসি কোচের পিছনে রেলের চাকা জ্যাম হয়ে যাওয়ার কারণে ট্রেনের বগি থেকে ধোঁয়া দেখতে পাওয়া যায়। তখনই ট্রেন থামিয়ে দেওয়া হয়। যদিও পরে আবার ট্রেন মালদার উদ্দেশ্যে রওনা দেয়।