নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: গঙ্গারামপুর :: রবিবার ১৭,মার্চ :: নির্বাচনের দিন নির্বাচনের দিন ঘোষিত না হতেই অশান্তির খবর।বিজেপি করায় এক ব্যক্তিকে মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে।অভিযোগ অস্বীকার তৃণমূলের।বর্তমানে গুরুতর আহত অবস্থায় গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন ওই বিজেপি কর্মী।
ঘটনার খবর পেয়ে হাসপাতালে ছুটে যান বিধায়ক সত্যেন্দ্রনাথ রায়।খোঁজ নেন দলীয় কর্মীর।ঘটনায় উভয় পক্ষের তরফে গঙ্গারামপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।তদন্ত শুরু করেছে পুলিশ।
জানা গেছে আহত ব্যক্তির নাম জয়দীপ দাস (৪০) বাড়ি দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর ব্লকের ৩/২ বেলবাড়ি গ্রাম পঞ্চায়েতের পাটন দাসপাড়া এলাকায়।পেশায় গাড়িচালক।
স্থানীয় সূত্রে খবর গত পঞ্চায়েত নির্বাচনে পাটন ১৮৫ নম্বর বুথে বিজেপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন আক্রান্ত জয়দীপ দাসের ভাইএর বউ মিতালি দাস।সেই থেকেই এলাকার তৃণমূল কর্মী তরুণ পাল সহ অন্যান্যদের সাথে ঝামেলা লেগে থাকত বলে অভিযোগ। এদিন অকথ্য ভাষায় গালিগালাজ করার অভিযোগ ওঠে তরুণ পাল সহ তার পরিবারের বিরুদ্ধে।
এ নিয়ে বিজেপি কর্মী জয়দীপ দাস প্রতিবাদ করতে গেলে তাকে বেধড়ক মারধর করার অভিযোগ।ঘটনায় মাথায় চোট পেয়ে গুরুতর আহত অবস্থায় গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন ব্যক্তি।খবর পেয়ে হাসপাতালে ছুটে যান গঙ্গারামপুরের বিধায়ক সত্যেন্দ্রনাথ রায়।তিনি দলীয় কর্মীর খোঁজ নেন।এদিকে তৃণমূলের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছে ব্লক সভাপতি শংকর সরকার।