মানুষের হৃদয়ে নাম লেখা আছে তাই দেয়াল লিখনের কোন প্রয়োজন নেই , জানালেন সৃজন

সুদেষ্ণা মন্ডল  :: সংবাদ প্রবাহ :: যাদবপুর :: রবিবার ১৭,মার্চ :: নির্বাচনের নির্ঘন্ট প্রকাশ হয়ে গিয়েছে। ২০২৪ এর লোকসভা নির্বাচনের কথা মাথায় রেখে রবিবাসরীয় প্রচারে ঝড় তুলতে মরিয়া সকল রাজনৈতিক দলের প্রার্থীরা। আসন্ন লোকসভা নির্বাচনের কথা মাথায় রেখে যাদবপুর লোকসভা কেন্দ্রের সিপি আইএমের প্রার্থী সৃজন ভট্টাচার্য।

সকাল থেকেই বাম কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে জনসংযোগ ও পদযাত্রার মাধ্যমে জনসংযোগ বৃদ্ধি করতে ঝাঁপিয়ে পড়েছে যাদবপুর লোকসভা কেন্দ্রের সিপিআইএমের প্রার্থী সৃজন ভট্টাচার্য। লোকসভা নির্বাচনের প্রাক্কালে সকল রাজনৈতিক দলের প্রার্থীদের চোখে পড়লেও তেমন হচ্ছে চোখে পড়েনি সিপিআইএমের প্রার্থী সৃজন ভট্টাচার্যের দেয়াল লিখন।

সেই দেয়াল লিখনের বিষয় নিয়ে যাদবপুর লোকসভা কেন্দ্রের সিপিআইএমের প্রার্থী সৃজন ভট্টাচার্যকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, কাগজে লিখা নাম সে নাম ছিঁড়ে যাবে কিন্তু মানুষের হৃদয়ে লেখা নাম সে নাম রয়ে যাবে। দেয়ালের নাম লিখলে সেই দেওয়ালের লেখা নাম কোন একটা সময় মুছে যাবে আমি মানুষের হৃদয়ে নাম লিখতে চাই।

রবিবার বারুইপুরের পদ্মপুকুর থেকে শিবানীপিঠ পর্যন্ত জনসংযোগ পদযাত্রা করেন সিপিএমের প্রার্থী সৃজন ভট্টাচার্য। এক সময় যাদবপুর লোকসভা কেন্দ্র ছিল বামেদের শক্ত ঘাঁটি কিন্তু এখন যাদবপুর লোকসভা কেন্দ্র আপাতত তৃণমূলের শক্ত ঘাঁটি। তৃণমূলের শক্তঘাঁটিতে মানুষের হৃদয়ে নাম লেখার লক্ষ্যে নেমে পড়েছে যাদবপুর লোকসভা কেন্দ্রের সিপিএমের প্রার্থী সৃজন ভট্টাচার্য।

সৃজন ভট্টাচার্য আরো বলেন যাদবপুর লোকসভা কেন্দ্রে যে সকল দেওয়ালে সিপিএম ও তৃণমূল প্রার্থীদের নাম লেখা হয়েছে আপনি ভালো করে লক্ষ্য করবেন সেই সকল দেওয়াল গুলিতে দেখবেন লাল রঙের ব্যবহার করা হয়েছে। কার্যতও লাল রং খেটে খাওয়া মেহনতি মানুষের কথা তুলে ধরে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 × three =