লোকসভা নির্বাচনে পরিবেশ দূষণ নিয়ন্ত্রণে পাটের তৈরি সামগ্রী ব্যবহারের উপর জোর নদিয়া জেলা প্রশাসনের।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: নদীয়া :: রবিবার ১৭,মার্চ :: লোকসভা নির্বাচনে পরিবেশ দূষণ নিয়ন্ত্রণে এবার অভিনব উদ্যোগ নদিয়া জেলা প্রশাসন তথা জেলা নির্বাচন দপ্তরের। প্লাস্টিক ফ্লেক্স বর্জন করে পাটের তৈরি সামগ্রী ব্যবহারের ওপর জোর দিচ্ছে জেলা প্রশাসন। আর নির্বাচনী বিধি লাগু হতেই জেলায় নির্বাচনী প্রক্রিয়ার কাজ শুরু হয়ে গেল জোর কদমে।

রবিবার সাংবাদিক বৈঠক সহ জেলার বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের নিয়ে সর্বদলীয় বৈঠক করেন নদিয়ার জেলা শাসক এস অরুন প্রসাদ। উপস্থিত ছিলেন কৃষ্ণনগর পুলিশ জেলার পুলিশ সুপার অমরনাথ কে ছাড়াও রানাঘাট পুলিশ জেলার পুলিশ সুপার কুমার সানি রাজ এবং নদিয়া জেলা প্রশাসনের আধিকারিকেরা।

আসন্ন লোকসভা নির্বাচনে যতটা সম্ভব প্লাস্টিক বর্জন করা যায় সেদিকেই নজর রাখছে প্রশাসন ।এছাড়াও বিভিন্ন রাজনৈতিক দল যাতে তাদের প্রচারে পাটের তৈরি সামগ্রী বেশি ব্যবহার করে সেদিকে নজর রাখতে বলা হয়। আগামী লোকসভা নির্বাচন অবাধ শান্তিপূর্ণ এবং সুষ্ঠু ভাবে সম্পন্ন করতে সর্বদা প্রস্তুত নদিয়া জেলা প্রশাসন ও জেলা নির্বাচন দপ্তর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × 3 =