রবিবাসরীয় ভোট প্রচারে ঝড় তৃণমূলের হুগলিতে

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: হুগলি :: রবিবার ১৭,মার্চ :: রবিবাসরীয় ভোট প্রচারে ঝর তৃণমূলের।সেখানে পোস্টার রাজনীতি আটকাতেই হিমশিম খাচ্ছে বিজেপি।হুগলি জুড়ে ঝোড়ো প্রচার শুরু করে দিয়েছেন দিদি নম্বর ওয়ান। রবিবাসরীয় প্রচারেও সিমলাগড় কালি মন্দিরে পুজো প্রচার শুরু করলেন রচনা বন্দ্যোপাধ্যায়।

রাজনৈতিক লড়াই কতটা ? চিরপরিচিত হাসি দিয়ে রচনা বললেন, ‘মানুষের ভালোবাসা দিয়েই ভোটে জিতব।’ কেন্দ্রটি পুনরুদ্ধারের ব্যাপারে একশো শতাংশ আশাবাদী তিনি। লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হয়েছে গতকাল। আর আজ প্রচারের প্রথম রবিবার সকাল থেকেই প্রচারে নেমে পড়েছেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়। রবিবার সকালে পাণ্ডুয়া ব্লকের সিমলাগড় কালীবাড়িতে পুজো দিয়ে তিনি প্রচারের কাজ শুরু করেন।

বিরোধী প্রার্থী লকেট চট্টোপাধ্যায় প্রসঙ্গে লকেট বলেন, ‘সে তাঁর কাজ করুক, আমি আমার কাজ করব। হুগলি লোকসভা পুনরুদ্ধার করার যাবে কিনা সেই প্রসঙ্গে তাঁর মত, ‘আমরা ১০০% নিশ্চিত। হুগলির মানুষের উপর ভরসা আছে, দিদির উপর ভরসা আছে, আমরা জিতবো।

লকেটের সঙ্গে দেখা হলে ওনাকেও নমস্কার করব এখন সবাইকেই নমস্কার করছি। সাংবাদিকদের মুখোমুখি হয়ে রচনা বলেন, ‘দারুণ সাড়া পাচ্ছি। আমি অভিভূত এবং ভাবতে পারিনি হুগলির মানুষ আমাকে এমন ভাবে সমর্থন করবে, পাশে থাকবে। যেখানেই যাচ্ছি সেখানেই মানুষ ভালোবাসা আশীর্বাদ পাচ্ছি। আগামীদিনে যেন তাঁদের পাশে থাকতে পারি, সেটাই আমার মূল লক্ষ্য ।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 − three =