নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: আরামবাগ :: সোমবার ১৮,মার্চ :: হুগলির আরামবাগ হাই স্কুলে এই প্রথম অত্যাধুনিক অটল টিঙ্কারিং ল্যাবে শুরু হল। প্রায় ১০ লক্ষ টাকার খরচা করে বানানো হয়েছে এই ল্যাব। এই প্রোজেক্টের উদ্দেশ্য হল তরুণদের মনে কৌতূহল,সৃজনশীলতা এবং কল্পনা শক্তি বৃদ্ধি করা।
এছাড়াও ল্যাব স্থাপনের ফলে তরুণ ছাত্ররা বিজ্ঞান প্রযুক্তি কৌশল ও গণিত ধারণা গুলিকে ব্যবহারিকভাবে এবং সৃজনশীল মাধ্যমে নির্দিষ্ট সরঞ্জাম ব্যবহারে হাতে ধরে শিখতে পারবে। ক্লাসরুমের বাইরে গিয়ে ছাত্ররা উৎসাহর সাথে বিভিন্ন বিষয়ে বৈজ্ঞানিক ধারণা নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করা প্রশিক্ষণও করতে পারবে। এমনটাই মনে করছেন শিক্ষক মহল।
এদিন হাই স্কুলের অত্যাধুনিক অটল টিঙ্কারিং ল্যাবের ফিতে কেটে সূচনা করেন কামারপুকুর রামকৃষ্ণ মঠ ও মিশনের মহারাজ। এছাড়াও এই দিনের এই অনুষ্ঠানে মহকুমার বিশিষ্টজন উপস্থিত ছিলেন। এই বিষয়ে আরামবাগ হাই স্কুলের প্রধান শিক্ষক বিকাশ চন্দ্র রায় জানান, প্রোজেক্টের মাধ্যমে ছাত্র-ছাত্রীরা জীবনমুখী শিক্ষা লাভ করতে পারবে।
পরবর্তীতে তারা কারোর সাহায্য ছাড়াই অনেক শিক্ষামূলক কাজ করতে পারবে। ছাড়াও দিনে দিনে দেশে চাকরির সংখ্যা যে হারে কমছে সে দিক থেকে সকল ছাত্র-ছাত্রী প্রোজেক্টের দ্বারা অনেকটাই উপকৃত হবে হলেই মনে করছেন স্কুল কর্তৃপক্ষ।অন্যদিকে পড়ুয়ারা জানায়, স্কুলে এ ধরনের লাভ ছিল না। উন্নত মানের প্রযুক্তির এই লাভ হওয়ার ফলে পড়াশুনার পাশাপাশি এখান থেকে অনেক কিছু জানা যাব। এমনকি বিজ্ঞান এবং গণিতের বিষয়ে অনেকটাই ধারণা হবে। স্কুলের এই উদ্যোগে সাধুবাদ জানিয়েছেন সকল স্তরের মানুষ।