নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কালনা :: বৃহস্পতিবার ২১,মার্চ :: দিনে রাতে মাটি মাফিয়াদের দৌরাত্ম, একই সাথে ভাগীরথীর জল কমে যাওয়ায় ভাঙ্গন শুরু হয়েছে কালনার ১০ নম্বর ওয়ার্ডের নিচু জাপট এলাকায় । সেই ভাঙ্গনের চেহারা নিয়েছে আরো ভয়ংকর। ভাঙ্গনের মুখে ক্ষতিগ্রস্ত একাধিক বাড়ি যার মধ্যে বর্তমানে তিনটি বাড়ি একদম ভাঙ্গনের দোরগোড়ায় দাঁড়িয়ে।
স্থানীয় এলাকার বাসিন্দা সত্য পাল, কুটি পাল এবং গনেশ পাল এর বাড়ি ভাঙ্গন থেকে ১০ মিটার দূরত্বে। একই সাথে এলাকাবাসীরা জানাচ্ছেন বছরখানেক আগে তৃণমূল সরকারের আমলে বালির বস্তা দিয়ে ভাঙ্গন রোধের জন্য পাড় বাঁধানোর চেষ্টা হয়েছিল। এরপর এক বছর ঘুরতে না ঘুরতেই সেই বালির বস্তা চলে যাচ্ছে নদী গর্ভে।
এদিন মঙ্গলবার সেখানে হাজির বাম প্রার্থী নীরব খাঁ তিনি এসে ঘটনাস্থল পরিদর্শন করে যান। তিনি বলেন বাম সরকারের আমলে যে কাজ হয়েছিল তা এতদিন চলেছে, এরপর যা হয়েছে তা তো আপনাদের চোখের সামনেই।