নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: হাওড়া :: শুক্রবার ২২,মার্চ :: গার্ডেনরিচের ঘটনার প্রেক্ষিতে কলকাতা হাইকোর্ট কড়া নির্দেশ দিয়েছে। বিচারপতি অমৃতা সিনহা হাওড়ার এক প্রোমোটার সৌমিত্র মুখোপাধ্যায়কে বেআইনি নির্মাণের জন্য এক কোটি টাকা জরিমানা এবং তিন মাসের মধ্যে বাসিন্দাদের ফ্ল্যাট ছেড়ে যাওয়ার নির্দেশ দেওয়ার পাশাপাশি ওই বিল্ডিং এর অবৈধ অংশ ভেঙে ফেলার নির্দেশ দেন।
এই নির্দেশের পরিপ্রেক্ষিতে ব্যাটরা থানা এলাকার কালিপ্রসাদ চক্রবর্তী লেনের ওই পাঁচ তলা বিল্ডিং এর বাসিন্দারা অথৈ জলে পড়েন। তারা বলেন এই নির্দেশ পুনর্বিবেচনা করা উচিত। বাসিন্দারা জানিয়েছেন অন্য জায়গায় যাবার কোন রাস্তা নেই। এখন কি করবেন তারা বুঝে উঠতে পারছেন না।
এই রায়ের ব্যাপারে হাওড়া পুরসভার প্রশাসক মন্ডলীর চেয়ারম্যান সুজয় চক্রবর্তী বলেন ওই রায়ের কপি এখনো তিনি হাতে পাননি। তবে বিল্ডিং ডিপার্টমেন্ট থেকে তিনি জেনেছেন ওই বাড়িটির জি প্লাস ওয়ান এর অনুমতি থাকলেও জি প্লাস ফোর বিল্ডিং বেআইনিভাবে তৈরি করা হয়েছে। বছরখানেক আগে হাওড়া পুরসভার কর্মীরা পুলিশ নিয়ে বেআইনি অংশ ভাঙতে গেলে তাদের বাধা দেয় প্রোমোটারের লোকজন। এরপরই দ্রুত বাড়িটি শেষ করে বিক্রি করে দেয়। তাই বেআইনি অংশ ভাঙা যায়নি ।