নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: হলদিয়া :: শুক্রবার ২২,মার্চ :: সামনে লোকসভা নির্বাচন এবং নির্বাচনের মুখেই ফের হলদিয়ার শিল্পাঞ্চলে শ্রমিক বিক্ষোভ । শুক্রবার সকালে হলদিয়ার এইচপিএল লিংক রোড সংলগ্ন পেট্রোনাস কারখানায় শ্রমিকরা কাজ বন্ধ করে বিক্ষোভ দেখান। নয়া বেতন চুক্তি স্বাক্ষরিত না হওয়ায় তাদের এই বিক্ষোভ বলেই জানা গিয়েছে।
বিক্ষোভ রত শ্রমিকরা জানিয়েছেন এই মুহূর্তে হলদিয়ার প্রায় সমস্ত কারখানাগুলিতেই বেতন কাঠামোর পুনঃমূল্যায়ন হয়ে গেলেও কোনও এক অজ্ঞাত কারনে আইপিপিএল সংস্থায় সিওডি করা হচ্ছে না। যার জেরে পরিশ্রমের তুলনায় অনেকটা কম বেতনেই শ্রমিকদের তুষ্ট থাকতে হচ্ছে বলে অভিযোগ।
ইতিমধ্যে শ্রমিকদের বিক্ষোভে সামাল দিতে চেষ্টার কসুর করছে না কারখানা কর্তৃপক্ষ। বিক্ষোভরতদের বুঝিয়ে কাজে যোগ দেওয়ার জন্য তাঁদের সঙ্গে কথা বলার চেষ্টা করছেন আধিকারীকরা। তবে বিক্ষোভরতদের দাবী, তাঁদের আবেদনকে অগ্রাহ্য করে বারেবারে কাজ করানো হয়েছে। এবার তাঁরা নিজেদের দাবী পূরণ না হওয়া পর্যন্ত কাজে হাত লাগাবেন না।