বিজেপি সরকারের তৈরি ডিটেনশন ক্যাম্প কে গুড়িয়ে দেওয়ার হুঙ্কার দিলেন উত্তর মালদহ লোকসভা কেন্দ্রের তৃনমূল প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়

কুমার মাধব  :: সংবাদ প্রবাহ :: মালদহ :: শনিবার ২৩,মার্চ :: পীরের মাজার থেকে বেরিয়ে বিজেপি সরকারের তৈরি ডিটেনশন ক্যাম্প কে গুড়িয়ে দেওয়ার হুঙ্কার দিলেন উত্তর মালদহ লোকসভা কেন্দ্রের তৃনমূল প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়।

শুক্রবার হরিশ্চন্দ্রপুর-১ ব্লকের চাঁচল বিধানসভার রশিদাবাদ ও বরুই গ্রাম পঞ্চায়েত এলাকায় ভোট প্রচারে এসে বিজেপি সরকারের তৈরি ডিটেনশন ক্যাম্প কে হিটলারের গ্যাস চেম্বারের সঙ্গে তুলনা করার পাশাপাশি গুড়িয়ে দেওয়ার নিদান দিলেন তিনি।প্রসূন বলেন ‘মোদি ও অমিত শাহ দিল্লিতে বসে জমিদারি করছে।সিএএ কালা আইন লাগু করেছে।

বাংলার মানুষ তাঁদের কথায় উঠবোস করবে এটা আমরা কখনো হতে দেব না,কথা দিলাম।’ অপরদিকে পাল্টা জবাব দিলেন বিজেপি সাংসদ তথা উত্তর মালদহ লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী খগেন মুর্মু।তিনি বলেন ‘তৃনমূল আগে যেভাবে মানুষকে ভুল বুঝিয়ে আসছিল ঠিক সেইভাবে ভোটের আগে আবার মানুষকে ভুল বোঝাতে শুরু করেছে।

তৃনমূল মিথ্যা কথা রটিয়ে সাধারণত মানুষের মধ্যে বিভ্রান্ত ছড়ানোর চেষ্টা করছে।তবে মানুষ সব বুঝে গেছে।তার যোগ্য জবাব ভোট বাক্সে দিবে।সিএএ আইন জারির ফলে কারো নাগরিকত্ব বাতিল হবে না।’এদিন মালদা জেলা পরিষদের সদস্যা মর্জিনা খাতুন ও জেলা পরিষদের কৃষি সেচ ও সমবায় কর্মাধ্যক্ষ রবিউল ইসলামের নেতৃত্বে চন্ডিপুর হাই স্কুল মাঠ থেকে শুরু হয় প্রসূনের ভোট প্রচার যাত্রা।

চান্ডিপুর রাধা গোবিন্দ মন্দির ও পীরের মাজারে গিয়ে প্রার্থনা করেন।এর পর চা দোকানদার থেকে শুরু করে মুদি ও সবজি দোকানদারদের সঙ্গে করমর্দন করে ভোট প্রচারে ঝড় তুলেন।১০০ শতাংশ জয়ের আশা নিয়ে এলাকার সর্বসাধারণের সঙ্গে কথা বলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 + thirteen =