সজল দাশগুপ্ত :: সংবাদ প্রবাহ :: স্পোর্টস ডেস্ক :: রবিবার ২৪,মার্চ :: আজ উইকেন্ডে রয়েছে দুইটি ম্যাচ। প্রথম ম্যাচ ছিল দুপুরে দিল্লি ক্যাপিটালস বনাম পাঞ্জাব কিংসের , প্রথম ম্যাচে চোট পেয়ে বসলেন ইশান শর্মা।গতকাল থেকে আইপিএল শুরু হয়েছে, আজ নিজেদের আইপিএল যাত্রা শুরু করলো দিল্লি ক্যাপিটালস। আজ দুপুরে তারা প্রথম ম্যাচ খেলতে নামে।
তবে শুরুটা মোটেও ভালো হলো না। দিল্লির বোলিংএর মূল স্তম্ভ ইশান্ত প্রথম ম্যাচেই গুরুতর চোট পেয়ে বসলেন। দিল্লির কাছে চিন্তার বিষয় হয়ে দাঁড়ালো। দিল্লির ম্যাচ পাঞ্জাব কিংস এর বিরুদ্ধে মোহালিতে। ম্যাচ চলাকালীন অভিজ্ঞ ফাস্ট বোলার ইশান্ত শর্মা চোট পেয়ে মাঠ ছাড়েন।। জানা গেছে ফিল্ডিং করবার সময় গোড়ালিতে গুরুতর চোট পান । যা দিল্লির কাছে চিন্তার কারণ হয়ে দাঁড়ালো কারন ইশান্ত শর্মা দিল্লির বোলিং লাইন আপের বিশেষ শক্তি।
ইশান্তের চোট গুরতর হলে দিল্লিকে গোটা টুর্নামেন্টে অসুবিধার মধ্যে পড়তে হবে। পাঞ্জাব কিংসের ইনিংসের পাওয়ার প্লের একেবারে শেষে চোট পান ইশান্ত শর্মা। পাওয়ার প্লের শেষ ওভারে ফিল্ডিং করার সময় গোড়ালিতে চোট পান।
চোট বেশ গুরুতর বলে মনে করা হচ্ছে। কারণ তিনি গোড়ালিতে চোট পাওয়ার পরবর্তী মাটিতে লুটিয়ে পড়েন, এবং নিজের গোড়ালি চেপে ধরেন। ব্যথায় ছটফট করছিলেন , এরপর সাপোর্ট স্টাফরা দ্রুত মাঠে তাকে সুস্থতা করবার জন্য প্রবেশ করেন।
ইশান্ত শর্মা একজন ফিজিও ও সাপোর্ট স্টাফের কাঁধে ভর দিয়ে মাঠ ছাড়েন। প্রথম ম্যাচে গোড়ালিতে চোট পাওয়ার কারণে দিল্লির চিন্তায় পড়ে গেল ,কারণ আইপিএলের এই লম্বা সফরে ইশান্ত ছাড়া খেলতে হলে দিল্লিকে অসুবিধার মধ্যে পড়তে হতে পারে।