বেলদা থানার বড়মোহনপুর ভগবতী দেবী নারী কল্যাণ সমিতির ২৫ তম বর্ষ পূর্তির শেষলগ্নে দুদিন ব্যাপী  সমাপনী অনুষ্ঠান ও বসন্ত উৎসবের সূচনা হয়

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বেলদা :: রবিবার ২৪,মার্চ :: বছরভর নানা ক্রীড়া,  সাংস্কৃতিক ,সমজসেবা, উন্নয়ন মূলক নানা কর্মসূচি এবং শেষলগ্নে দুদিনের বর্ণময় ও রঙীন সাংস্কৃতিক কর্মসূচির মধ্যদিয়ে সমাপ্তি ঘটলো শনিবার রাতে।

পশ্চিম মেদিনীপুর জেলার বেলদা থানার বড়মোহনপুর ভগবতী দেবী নারী কল্যাণ সমিতির ২৫ তম বর্ষ পূর্তির শেষলগ্নে দুদিন ব্যাপী  সমাপনী অনুষ্ঠান ও বসন্ত উৎসবের সূচনা হয় শুক্রবার বিকেলে। শুরুতেই আবোল তাবোল মঞ্চের উদ্বোধন করেন সংস্থার প্রতিষ্ঠাতা ঊষা মিশ্র।

এরপর  পতাকা উত্তোলন, ভগবতী দেবীর মূর্তিতে মাল্যদান করা হয়। এরপর আচার্য জগদীশ চন্দ্র বসু প্রকৃতি বীক্ষণ কেন্দ্রের আনুষ্ঠানিক সূচনা করেন প্রখ্যাত শিক্ষাবিদ ও বিজ্ঞানী ড. চিত্তরঞ্জন সিনহা। প্রদর্শিত হয় সাথী প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাল্যদান ।

এদিন বিকালে ভগবতী দেবী নারী কল্যাণ সমিতির রজতজয়ন্তী বর্ষ উদযাপন উপলক্ষে এলাকার অসংখ্য সাংস্কৃতিক সংগঠন এবং শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে শুরু হয় সুবিশাল শোভাযাত্রা। সুদীর্ঘ শোভাযাত্রার শেষে অনুষ্ঠিত হয় ভগবতী পি টি টি আই এবং শিক্ষক শিক্ষণ সংস্থার প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় রজতজয়ন্তী বর্ষ উদযাপনের সভা।

উপস্থিত ছিলেন প্রখ্যাত অভিনেতা ও চিত্রপরিচালক দেবদূত ঘোষ, শিক্ষাবিদ ড.চিত্তরঞ্জন সিনহা, সংগঠনের প্রতিষ্ঠাতা ঊষা মিশ্র, ভগবতী দেবী পি টি টি আই এর অধ্যক্ষ ড. সিদ্ধার্থশঙ্কর মিশ্র, সংগঠনের সম্পাদক ও বেলদা গঙ্গাধর একাডেমির প্রধান শিক্ষক কার্তিক চন্দ্র আচার্য ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

14 − 6 =