নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বারুইপুর :: এবারের দীপাবলি, ছটপুজো ও জগধাত্রী পুজোতে সমস্ত ধরনের বাজি বিক্রি ও পোড়ানো নিষিদ্ধ করেছেন কলকাতা হাইকোর্ট। আদালতের নির্দেশ, এই উৎসবে কোনও বাজি ব্যবহার করা যাবে না। শুধুমাত্র প্রদীপ জ্বালানো যেতে পারে। শুধুমাত্র প্রদীপ ও মোমবাতি জ্বেলেই দীপাবলি, ছট, কিংবা অন্যান্য উৎসব পালন করতে হবে।
করোনার তৃতীয় ঢেউয়ের আশঙ্কা রয়েছে। এই অবস্থায় বাজি পোড়ানো, বিক্রি করার কোনরূপ অনুমতি প্রশাসন দিচ্ছে না। বৃহত্তর মানুষের স্বার্থের কথা ভেবে এই সিদ্ধান্ত। ক্রেতা, বিক্রেতা, প্রস্তুতকারী সংস্থা— সবার জন্যই এই নির্দেশ প্রযোজ্য।
বারুইপুর পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার ইন্দ্রজিৎ বসু জানান বাজির ব্যবহার এবং বাজির বিক্রি দুইই নিষিদ্ধ করেছে আদালত। এই রায় অমান্য করলে আইন লঙ্ঘনকারীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। বাজি বাজেয়াপ্তও করা হবে। তাই সাধারণ মানুষের কাছে এই বার্তা পৌঁছে দিতে সোমবার সকাল থেকে বারুইপুর পুলিশ জেলার মধ্যে থাকা সমস্ত থানা এলাকায় মাইকের মাধ্যমে প্রচার শুরু হয়ে পুলিশের পক্ষ থেকে ।