তমলুকে বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: তমলুক :: সোমবার ২৫,মার্চ :: পূর্ব মেদিনীপুরের তমলুক আসনে অবসরপ্রাপ্ত বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে প্রার্থী করল বিজপি। তমলুক লোকসভায় ইতিমধ্যেই তরুণ নেতা দেবাংশু ভট্টাচার্যকে প্রার্থী করেছে তৃণমূল। ফলে এই আসনে নজর কাড়া লড়াই হতে চলেছে বলে মনে করছে রাজনৈতিক মহল।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, তমলুক আসন বিজেপির জন্য অপেক্ষাকৃত অনেকটাই নিরাপদ। এমনই নিরাপদ আসনই বেছে নেওয়া হয়েছে প্রাক্তন বিচারপতির জন্য। বিজেপি যে কোনওভাবেই হোক প্রাক্তন বিচারপতিকে লোকসভায় পাঠাতে চাইছে। এমনকি জিতলে তাঁকে মন্ত্রী করা হতে পারে, এমন কথাও কানপাতলে শোনা যাচ্ছে বিজেপি শিবিরে।

বিচারপতি থাকাকালীন নিয়োগ দুর্নীতি সংক্রান্ত একের পর এক গুরুত্বপূর্ণ রায় দিয়েছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়
সেই সূত্রে রাজ্যের হাজার হাজার ‘বঞ্চিত’ চাকরি প্রার্থীর কাছে ‘ইশ্বর’ হয়ে উঠেছিলেন তিনি। এখন দিন যত গড়াবে লড়াই ততই চিত্তাকর্ষক হবে এমনই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

14 − 13 =