মালদা জেলা ক্রীড়া সংস্থার ময়দানে বসন্ত উৎসবে সামিল হলেন মালদা দক্ষিণ লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী শাহনাওয়াজ আলী রায়হান।

কুমার মাধব  :: সংবাদ প্রবাহ :: মালদহ :: সোমবার ২৫,মার্চ :: মালদা জেলা ক্রীড়া সংস্থার ময়দানে বসন্ত উৎসবে সামিল হলেন মালদা দক্ষিণ লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী শাহনাওয়াজ আলী রায়হান। আজ সকালে একটি প্রভাত ফেরির মাধ্যমে বসন্ত উৎসবে সূচনা হয়। এই উৎসবে সামিল হয়েছিলেন ইংলিশ বাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ন চৌধুরী সহ বহু সাধারণ মানুষ।

মালদা শহরে প্রভাত ফেরির মাধ্যমে এই বসন্ত উৎসবের সূচনা হয়। প্রভাত ফেরির শেষে জেলা ক্রীড়া সংস্থার মাঠে অনুষ্ঠিত হয় বসন্ত উৎসব। আর এই উৎসবে যোগদান করেন দক্ষিণ মালদার তৃণমূল কংগ্রেসের প্রার্থী শাহনাজ আলী রায়হান। মাঠে উপস্থিত জনসাধারণের সাথে হোলি উৎসবে যোগদান করে একে অপরকে রং লাগিয়ে আলিঙ্গন করেন।

উৎসাহিত উৎসব মেজাজে উপস্থিত জনসাধারণ তাকে আবির রং দেয়। শাহনাজ আলী রাইহান সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, বসন্ত উৎসব তো প্রার্থী হওয়া না হওয়া ঊর্ধে উঠে একজন বাঙালি হিসেবে ছোটবেলা থেকেই এইসব উৎসবের মধ্য দিয়ে বড় হয়েছি। আমরা যখন স্কুলে পড়তাম তখন সকল বন্ধু-বান্ধব মিলে এইভাবে রঙের উৎসব খেলতাম।

আমি যখন মালদাতে থাকতাম তখন বিভিন্ন জায়গাতে অংশগ্রহণ করতাম। আজ আবার অনেকদিন পর এখানে ডি এস এ মাঠে এসে আমার ভালো লাগছে। বাঙালির একটা ঐতিহ্য আছে সংস্কৃতি আছে। এই বসন্ত উৎসবের সাথে কবিগুরুর নাম জড়িত আছে। অশুভ শক্তি শুভ শক্তি দ্বারা কিভাবে পরাজিত হলো তার উৎসব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

16 + eight =