নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: নলহাটি :: সোমবার ২৫,মার্চ :: রঙের উৎসব দোলযাত্রা ছোট থেকে বড় সকলেই মেতে উঠে এই রঙের উৎসব দোল পূর্ণিমায়।
দোলকে রঙের উৎসব বলা হয়, যা ফাল্গুন মাসের পূর্ণিমা তিথিতে উদ্যাপিত হয়। কোথাও এই দোল পূর্ণিমাকে দোল যাত্রা বলে। আবার ফাল্গুনী পূর্ণিমাকেও দোল পূর্ণিমা বলা হয়ে থাকে। মহাপ্রভু শ্রী চৈতন্যের জন্ম হয়েছিল এই পূর্ণিমার তিথিতে, তাই দোল পূর্ণিমাকে গৌরী পূর্ণিমা বলা হয়।
বীরভূমের নলহাটি শহরে দোল উৎসবে মেতে উঠলো ৮ থেকে ৮০। নলাটেশ্বরী মন্দিরে ভক্তদের সমাগম ছিল চোখে পড়ার মতো। দূরদূরান্ত থেকে এসেছিল পুন্যার্থীরা।