নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মায়াপুর :: মঙ্গলবার ২৬,মার্চ :: গৌড় পূর্ণিমার দিন ভগবান শ্রী চৈতন্যদেবের জন্মের সন্ধিক্ষণে মায়াপুর ইসকনের পৃথক তিনটি মঞ্চে সম্পন্ন হল বিগ্রহের মহাভিষেক অনুষ্ঠান। ইসকনের দেশী বিদেশী ভক্তরা সারাদিন উপবাস থেকে এই মহাভিষেক অনুষ্ঠানে যোগ দিলেন।
দুধ দই ক্ষীর মধু গঙ্গাজল বিভিন্ন প্রকারের ফলের রস দিয়ে স্নান করানো হলো ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্যদেব সহ অন্যান্য বিগ্রহদের। অভিষেক শেষে পুষ্পবৃষ্টিতে ঢেকে গেল সমস্ত বিগ্রহ ।
এটি শুধু ইস্কন ভক্তরাই নয় মহা অভিষেক অনুষ্ঠানে যোগ দিতে এসেছিল রাজ্যের মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস থেকে শুরু করে নদিয়া জেলা পরিষদের সভাধিপতি এমনকি কৃষ্ণনগর এবং রানাঘাট কেন্দ্রে দুই বিজেপি প্রার্থী জগন্নাথ সরকার এবং অমৃতা রায়। রাজনীতির উর্দ্ধে থেকে ইসকনের মহা অভিষেক অনুষ্ঠান যেন মিলিয়ে দিল সকলকে।