নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: শ্রীরামপুর :: বৃহস্পতিবার ২৮,মার্চ :: মিষ্টার ইন্ডিয়া কল্যান বন্দ্যোপাধ্যায় নয়, মিষ্টার ইন্ডিয়া ছিলেন কল্যান বন্দ্যোপাধ্যায়ের আগের সাংসদ স্বদেশ চক্রবর্তী । যাকে নির্বাচনের সময়ই দেখা যেত না। কল্যান বন্দ্যোপাধ্যায় শ্রীরামপুর কেন্দ্রের বিভিন্ন জায়গায় আসেন ও মানুষের সঙ্গে কথা বলেন।
পার্লামেন্টে বাংলার বঞ্চনার বিরুদ্ধে সোচ্চার হন। তাই তাকে যারা মিষ্টার ইন্ডিয়া বলছে এগুলো ভোটের আগে বাজার গরম করার জন্য । বুধবার হাওড়ার ডোমজুড়ের বিধায়ক তথা হাওড়া সদর কেন্দ্রের তৃণমূল সভাপতি কল্যান ঘোষ শ্রীরামপুর কেন্দ্রের সিপিআইএম প্রার্থী দীপ্সিতা ধরের বক্তব্যের পরিপ্রেক্ষিতে এই কথাগুলি বলেন।
ঠিক হাওড়ার ডোমজুড়ে শ্রীরামপুর কেন্দ্রে সিপিআইএম প্রার্থী বুধবার কি বলেছেন ? তিনি বলেন কল্যান ব্যানার্জি এমনি সময় নিজের কেন্দ্রে আসেন না। বাংলার বঞ্চনা নিয়ে সওয়াল করেন না। শুধু ভোটের সময় আসেন। তিনি মিস্টার ইন্ডিয়া ।
মিস্টার ইন্ডিয়া যেমন ভ্যানিস হয়ে যেত ঠিক তেমন ভোট মিটে গেলে কল্যান ব্যানার্জি ভ্যানিস হয়ে যায় । এর পরিপ্রেক্ষিতে কল্যান ঘোষ বলেন তিনি তো সারা সময় জেএনইউ ও বিদেশে পড়ে থাকেন। তিনি ডোমজুড়ের সম্পর্কে কি জানেন ?